ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাঁশের সাঁকোই ১০ গ্রামের বাসিন্দাদের ভরসা

প্রকাশিত: ২১:০৮, ১২ জুন ২০২১

বাঁশের সাঁকোই ১০ গ্রামের বাসিন্দাদের ভরসা

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ জুন ॥ বারহাট্টা উপজেলার মনাষ বাজার থেকে গোড়ল গ্রামে যাওয়ার পথে কাওনাই নদীতে একটি পাকা সেতু না থাকায় আশপাশের প্রায় ১০টি গ্রামের বাসিন্দারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। একটি বাঁশের সাঁকো দিয়ে অত্যন্ত ঝুঁকির সঙ্গে নদী পার হচ্ছেন তারা। জানা গেছে, বারহাট্টা উপজেলার গোড়ল, গাভারকান্দা, দেওপুর, ছয়গাঁও, মনাষ, নারায়ণখিলা, গাতি মূলগাঁওসহ প্রায় ১০টি গ্রামের লোকজনকে নিয়মিত কাওনাই নদী পাড়ি দিয়ে বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এলাকার যেসব শিক্ষার্থী বারহাট্টা সরকারী কলেজ ও মনাষ ফাজিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা পড়েন- তাদেরও চলাচল করতে হয় ওই রাস্তা দিয়ে। এমনকি বারহাট্টা বা মনাষ বাজারে যেতেও আর কোন বিকল্প রাস্তা নেই তাদের। কিন্তু ছোট্ট নদীটির ওপর পাকা সেতু না থাকায় প্রতিনিয়ত তাদের চরম দুর্ভোগের শিকার হতে হয়। মারাত্মক অসুবিধা পড়তে হয় পণ্য পরিবহন করতে গিয়ে। স্থানীয় বাসিন্দারা জানান, এখানে একটি পাকা সেতু নির্মাণের জন্য স্বাধীনতার পর থেকেই দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কেউ কথা রাখেননি। নিরুপায়ে গত বছর তারা স্বেচ্ছাশ্রমে সেখানে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। কিন্তু এ সাঁকোটি প্রায় সময় নড়বড়ে হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তবে এখানে একটি পাকা সেতুর প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম। তিনি বলেন, আমরা ইতোমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উর্ধতন কর্তৃপক্ষের কাছে সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠিয়েছি।
×