ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

প্রকাশিত: ২৩:৪৬, ১১ জুন ২০২১

শক্তিশালী দল ঘোষণা ব্রাজিলের

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৯ সালে নিজেদের ঘরের মাঠেই লাতিন আমেরিকার সেরা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। কিন্তু গত বছর থেকেই করোনাভাইরাসের ভয়াবহ থাবা বদলে দিয়েছে গোটা পৃথিবীকে। যে কারণে অনিশ্চয়তায় ভরে যায় চারিদিক। করোনাভাইরাস মহামারীতে ভয়াবহ সময় পার করা ব্রাজিলে শেষ পর্যন্ত কোপা আমেরিকা হবে কি না তা নিয়েও শঙ্কা কাটেনি এখনও। তবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্টে প্রতিদ্ব›িদ্বতা করতে ২৪ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে শেষ দুই ম্যাচের দলে মাত্র একটি পরিবর্তন এনেছেন সেলেসাওদের অভিজ্ঞ কোচ তিতে। ব্রাজিলের আক্রমণভাগে যথারীতি নেতৃত্ব দেবেন নেইমার। তিতের দলে ফিরেছেন চেলসি ডিফেন্ডার থিয়াগো সিলভা। সম্প্রতি চোটে ভুগছিলেন তিনি। পরীক্ষিত ও চেনা খেলোয়াড়দের নিয়েই আক্রমণভাগ গড়েছেন তিতে। রবার্তো ফিরমিনো, ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল জেসুসদের সঙ্গে স্কোয়াডে আছেন এভারটন, গ্যাব্রিয়েল বারবোসো এবং রিচার্লিসনও। রক্ষণে এ্যাটলেটিকো মাদ্রিদের ফেলিপেকে ডেকেছেন তিতে। দানি আলভেসের জায়গায় ডাক পেয়েছেন বার্সিলোনার এমারসন। নেইমার এর আগে বলেছিলেন, তিনি কোপা আমেরিকার পাশাপাশি টোকিও অলিম্পিকেও খেলতে চান। তবে দুটি টুর্নামেন্টেই পিএসজি তারকা খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। ফিফার আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারে অলিম্পিকের ফুটবল ইভেন্ট তালিকাভুক্ত না হওয়ায় পিএসজি তখন তাকে ছাড়তে বাধ্য নয়। মানে গারিঞ্চায় দর্শকহীন স্টেডিয়ামে আগামী রবিবার ভেনিজুয়েলার মুখোমুখি হয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল।
×