ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওসি প্রদীপ কক্সবাজার কারাগারে

প্রকাশিত: ২১:২৬, ১১ জুন ২০২১

ওসি প্রদীপ কক্সবাজার কারাগারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনায় গ্রেফতার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসকে চট্টগ্রাম কারাগার থেকে সাত মাস পর বৃহস্পতিবার কক্সবাজার কারাগারে স্থানান্তর করা হয়েছে। কক্সবাজার কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় চট্টগ্রাম কারাগার থেকে প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছে একটি দল। করোনার কারণে আদালত বন্ধ থাকায় তাকে সরাসরি কক্সবাজারের কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মেজর সিনহা হত্যা মামলায় ২০২০ সালের ১৩ ডিসেম্বর ওসি প্রদীপ কুমার দাসসহ ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে তদন্ত কর্মকর্তা র্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম। পঞ্চগড়ে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ গৃহকর্মী সুমি আক্তার (১১)। তেঁতুলিয়া উপজেলা সদরের দর্জিপাড়া গ্রামে তার বাড়ি। হতদরিদ্র পরিবারে জন্ম নেয়া সুমিকে বাসার টুকিটাকি কাজের পাশাপাশি পড়াশোনা করার কথা বলে কিছুদিন আগে মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে যান সেখানকার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম শাহিনুজ্জামান। কিন্তু স্কুলে পাঠানো তো দূরের কথা, দুই মাস না যেতেই শুরু হয় শিশুটির ওপর নানা কারণে অমানুষিক নির্যাতন।
×