ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাকিবকাণ্ডে দুঃখ প্রকাশ করে শাস্তি এড়াল মোহামেডান

প্রকাশিত: ১৭:৩৬, ১০ জুন ২০২১

সাকিবকাণ্ডে দুঃখ প্রকাশ করে শাস্তি এড়াল মোহামেডান

অনলাইন রিপোর্টার ॥ দুঃখ প্রকাশ করে শাস্তি এড়িয়েছে মোহামেডান। জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) শোকজ করেছিল মোহামেডানকে। কারণ দর্শানোর নোটিশের জবাবে সাকিব আল হাসানের মোহামেডান দুঃখ প্রকাশ করেছে। সিসিডিএম এর পর আর শাস্তির পথে হাঁটেনি। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। দেশসেরা এ ক্রিকেটারসহ মোহামেডানের কয়েকজনের বিপক্ষে জৈব সুরক্ষাবলয় ভাঙার অভিযোগ ওঠে। গত ৪ জুন মোহামেডানের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভাঙার ঘটনাটি ঘটে। সেদিন মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন মোহামেডান অধিনায়ক সাকিব। তার সঙ্গে ছিলেন কোচ মেহরাব হোসেন, ম্যানেজার সাজ্জাদ আহমেদ ও কয়েকজন নেট বোলার। ওই ঘটনায় ক্ষুব্ধ সিসিডিএম। যা নিয়ে হইচই পড়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে মোহামেডান ক্লাবকে কারণ দর্শানোর নোটিশ দেয় সিসিডিএম। সেদিন ঘটনার প্রসঙ্গে সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেছিলেন, আমরা মোহামেডানকে চিঠি দিয়েছি। তাদের দুদিনের সময় দেওয়া হয়েছে চিঠির উত্তর দেওয়ার জন্য। জবাব পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব। সিসিডিএম, বিসিবি নিজেদের মতো করে ব্যবস্থা নেবে। চিঠির জবাবে দুঃখ প্রকাশ করে এমন ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলে জানিয়েছে মোহামেডান। এভাবেই ঝামেলা ও শাস্তি দুটোই এড়াল সাকিবের দল।
×