ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে করোনায় মৃত দুই নার্সের পরিবারকে প্রধানমন্ত্রীর ৭৫ লাখ টাকা অনুদান

প্রকাশিত: ১৪:৫২, ৪ মে ২০২১

দিনাজপুরে করোনায় মৃত দুই নার্সের পরিবারকে প্রধানমন্ত্রীর ৭৫ লাখ টাকা অনুদান

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনা যোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করছে। জাতি তাদের কখনো ভুলবে না। এই করোনা সমুখ যোদ্ধাদের পরিবারের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে প্রণোদনা ঘোষনা দিয়েছিলেন তা পর্যায়ক্রমে প্রত্যেক সেক্টরে বাস্তবায়ন শুরু হয়েছে। মঙ্গলবার হুইপ ইকবালুর রহিম এমপি জাতীয় সংসদ কার্যালয়ে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী নাসিং ইনস্ট্রাক্টর, রহিমা খাতুন ও নাসিং ইনস্ট্রাক্টর, আমিনা খাতুনের পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রত্যেককে ৩৭ লাখ পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের মঞ্জুরি চেক হস্তান্তরকালে উপরোক্ত বক্তব্য রাখেন। এই দুই নার্স পেয়েছেন ৭৫ লাখ টাকা। নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন গত ২ নভেম্বর ২০২০ ও নাসির্ং ইনস্ট্রাক্টর আমিনা খাতুন, গত ১২ নবেম্বর ২০২০ তারিখে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন এই দুইজনকে দিনাজপুর নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) হয়ে মৃত্যুবরণ করায় তাঁদের স্বামীদের কাছে ক্ষতিপূরণের চেক প্রদান করেন। নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুনের স্বামী: শাহাদাত হুসেন ও নাসির্ং ইনস্ট্রাক্টর আমিনা খাতুনের স্বামী: জাহাঙ্গীর আলম, এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের কাছ থেকে চেক গ্রহণকালে আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।
×