ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলো মিয়ানমারের বিদ্রোহীরা

প্রকাশিত: ১৯:৫৩, ৩ মে ২০২১

সামরিক হেলিকপ্টার ভূপাতিত করলো মিয়ানমারের বিদ্রোহীরা

অনলাইন রিপোর্টার ॥ মিয়ানমার সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির অন্যতম শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ)। সামরিক বাহিনীর বিমান হামলার প্রতিক্রিয়ায় পাল্টা গুলিতে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে গোষ্ঠিটি। সোমবার কেআইএ- এর তথ্য বিভাগের প্রধান নও বু জানান, কাচিন প্রদেশের মোয়েমাউক শহরের নিকটবর্তী একটি গ্রামে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। তিনি টেলিফোনে রয়টার্সকে বলেন, “সামরিক কাউন্সিল সকাল ৮টা বা ৯টা থেকে ওই এলাকায় বিমান হামলা শুরু করেছিল। তারা জঙ্গি বিমান ব্যবহার করার পাশাপাশি একটি হেলিকপ্টার থেকে গুলি করছিল, তাই আমরা তাদের দিকে পাল্টা গুলি ছুড়েছিলাম।” তবে তারা কী অস্ত্র ব্যবহার করেছিলেন তা জানাতে রাজি হননি তিনি। নিউজ পোর্টাল মিজ্জিমা ডেইলি এবং কাচিনওয়েভস ভূমি থেকে ধোঁয়ার কুণ্ডুলি ওঠার কয়েকটি ছবি দিয়ে হেলিকপ্টার ভূপাতিত করার খবর দিয়েছে। তবে সেইসব ছবি স্বাধীনভাবে পর্যালোচনা করতে সমর্থ হয়নি রয়টার্স। এ বিষয়ে মন্তব্যের জন্য সামরিক বাহিনীর একজন মুখপাত্রকে কল করা হলেও তিনি ফোন ধরেননি বলে জানিয়েছে ওই ব্রিটিশ সংবাদমাধ্যম। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একজন বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেছেন, গ্রামের একটি মাঠে কামানের গোলার আঘাতে গুরুতর আহত চার ব্যক্তি হাসপাতালে মারা গেছেন। সূত্র: রয়টার্স
×