ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মাঠের লড়াই শেষ আজ, সমাপনী কাল

প্রকাশিত: ২২:১৭, ৯ এপ্রিল ২০২১

মাঠের লড়াই শেষ আজ, সমাপনী কাল

জাহিদুল আলম জয় ॥ দেখতে দেখতে শেষের পথে চলে এসেছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। দীর্ঘ আট বছর পর হওয়া দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসরের মাঠের লড়াই শেষ হচ্ছে আজ। আর আগামীকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে এবারের গেমসের। এবারের গেমসে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। এ দুই দলের সঙ্গে দারুণভাবে লড়াই করেছে বাংলাদেশ নৌবাহিনীও। বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১৯ স্বর্ণ, ৭৪ রৌপ্য ও ৪৭টি ব্রোঞ্জপদকসহ মোট ২৪০টি পদক পেয়ে শীর্ষে আছে বাংলাদেশ আনসার। মোট পদক আনসারের চেয়ে বেশি পেলেও স্বর্ণপদক কম হওয়ায় দ্বিতীয় স্থানে আছে সেনাবাহিনী। দলটির মোট পদক সংখ্যা ২৫৮টি। এর মধ্যে স্বর্ণপদক ৯৮, রৌপ্য ৮৮ ও ব্রোঞ্জপদক ৭২টি। তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ নৌবাহিনী কব্জা করেছে মোট ১২৪টি পদক। এর মধ্যে স্বর্ণ ৬৩, রৌপ্য ৩৭ ও ব্রোঞ্জপদক ২৪টি। পুরো গেমসে আনসার, সেনাবাহিনী ও নৌবাহিনীর দাপটের কাছে অন্য দলগুলো রীতিমতো অসহায়। পদক তালিকার চিত্রতেই এটা স্পষ্ট। তৃতীয় স্থানে থাকা নৌবাহিনীর স্বর্ণপদক যেখানে ৬৩টি সেখানে চতুর্থ স্থানে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্বর্ণ মাত্র ৯টি। পঞ্চম স্থানে থাকা বাংলাদেশ পুলিশ ৮টি স্বর্ণসহ পেয়েছে ৫৪টি পদক। স্বর্ণের ক্রমানুযায়ী ষষ্ঠ থেকে দশম স্থানে থাকা দলগুলো হলো বিকেএসপি (৭), নৌবাহিনী শূটিং ক্লাব (৩), চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (৩), কোয়ান্টাম কসমো স্কুল এ্যান্ড কলেজ (২) ও বাংলাদেশ বিমানবাহিনী (২)। মহামারী করোনাভাইরাসের কারণে এবার গেমস শেষ করতে বেশ কাঠখড় পোহাতে হচ্ছে আয়োজক বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনকে (বিওএ)। গতকাল বিওএ সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন এ বিষয়ে বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমাদের প্রত্যেকটা গেমস খুবই সুন্দরভাবে শেষ হচ্ছে। কোন প্রকার দূর্ঘটনা ছাড়া এত বড় একটা গেমস, এত বড় একটা যজ্ঞ আল্লাহর বিশেষ রহমত ছাড়া শেষ করা সম্ভব হতো না। আমাদের অলিম্পিকের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা সব জায়গায় ছুটে গিয়ে অনুপ্রেরণা জুগিয়েছেন। আমাদের মেডিক্যাল কমিটি স্বাস্থ্যবিধি মেনে গেমস আয়োজনে সহযোগিতা করেছে। এ জন্য আমি তাদের ধন্যবাদ দিতে চাই। গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি মিডিয়াকে ধন্যবাদ দিতে চাই, বিশেষ করে প্রিন্ট মিডিয়া, ইলেক্ট্রনিক মিডিয়া যেভাবে গেমসটাকে সারাদেশে ছড়িয়ে দিয়েছে। এটাই আমাদের আসল উদ্দেশ্য ছিল। আমরা সে জায়গাটাতে সফল হয়েছি। আমরা ফেডারেশনগুলোর সঙ্গে কথা বলে গাড়ি করে খেলোয়াড়দের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছি। যে গাড়িতে খেলোয়াড়দের পাঠানো হয়েছে সে গাড়ির নাম্বার আমরা পুলিশ কন্ট্রোল বোর্ডে দিয়ে দিয়েছি। আমার মনে হয় এই লকডাউনের মধ্যেও কারও বাড়ি ফিরতে কোন সমস্যা হবে না।’ অন্যদিকে বিওএ’র কোষাধ্যক্ষ ও বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মিডিয়া কমিটির সদস্য সচিব কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল বলেন, ‘চ্যালেঞ্জ হাতে না নিলে কোনকিছুতেই সাফল্য আসে না।
×