ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অলিম্পিকের আগে রোমাঞ্চিত হিল

প্রকাশিত: ০০:১৩, ৭ এপ্রিল ২০২১

অলিম্পিকের আগে রোমাঞ্চিত হিল

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর জাপানের টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিক। কিন্তু শেষ পর্যন্ত কোভিড-১৯ মহামারীর কারণে তা এক বছর পিছিয়ে দেয়া হয়। নতুন তারিখ অনুযায়ী আগামী ২৩ জুলাই থেকে টোকিওতে শুরু হবে সেই আসর। যা ৮ আগস্ট পর্যন্ত চলবে। করোনার কারণে টুর্নামেন্ট আয়োজন নিয়ে ব্যাপক চ্যালেঞ্জ থাকলেও জাপান ও আইওসি যে কোন মূল্যেই আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনে বদ্ধপরিকর। সে জন্য এবার থাকছে না বিদেশী কোন সমর্থক। গ্যালারিতে বিদেশী দর্শক না থাকলেও টোকিও অলিম্পিক নিয়ে দারুণ রোমাঞ্চিত এম্বার হিল। এ প্রসঙ্গে ২০১৬ সালে রিও অলিম্পিকে অভিষিক্ত হওয়া আম্বার হিল বলেন, ‘প্রকৃতপক্ষে এটা লজ্জার। কিন্তু এর পেছনে যে যথার্থ কারণ রয়েছে সেটা আমি বুঝতে পেরেছি। এটাও জানি যে, কখন? কোথায় হচ্ছে সেটা কোন বিষয়ই নয়; আমার প্রতি পরিবার ও বন্ধু-বান্ধবের যথেষ্ট সমর্থন রয়েছে এবং তারা কোন না কোনভাবে দেখছেও।’ লকডাউনের কারণে গত বছর থেকেই কঠিন সময় পার করেছে এ্যাথলেটরা। ২৩ বছর বয়সী এম্বার হিলের ক্ষেত্রেও তা ব্যতিক্রম ছিল না। কিন্তু সবধরনের বাধা অতিক্রম করেই নিজেকে প্রস্তুত করেছেন তিনি। তার ফলও পেয়েছেন নয়াদিল্লীতে ওমেন্স স্কেট বিশ্বকাপে। এই বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করে স্বর্ণপদক জেতেন তিনি। বিশ্বরেকর্ড গড়ে স্বর্ণ জয়ের সুবাদে গ্রেট ব্রিটেনের অলিম্পিক স্কোয়াডে তার অন্তর্ভুক্তিটা এখন প্রায় নিশ্চিত। তবে দিল্লীতে স্বর্ণপদক জিতে দারুণ রোমাঞ্চিত হিল। তিনি বলেন, ‘এটা ছিল দুর্দান্ত আবেগের একটা ব্যাপার। কেননা অনেকটা সময়ই আমাকে লকডাউনে থাকতে হয়েছে। এই সময় সাপোর্ট টিমের সঙ্গেও অনুশীলন করার অনুমতি ছিল না। যে কারণেই এই অনুভূতিটা স্পেশাল।’ এদিকে টোকিও অলিম্পিকে অতিথি তালিকা কাটছাঁট করতে যাচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। খুব প্রয়োজনীয় অফিসিয়াল ছাড়া কেউ যাতে এবারের আসরে অংশ না নেয় সে ব্যাপারে উৎসাহিত করেছে আইওসি। এক বিবৃবিতে আইওসি জানিয়েছে, ‘আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছেন অতি প্রয়োজনীয় ও অলিম্পিক গেমসের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশিষ্ট ব্যক্তি ছাড়া কাউকে এ্যাক্রিডিটেশন দেয়া হবে না। করোনার কারণে এবারের এ্যাক্রিডিটেড অতিথির সংখ্যা আনুপাতিক হারে কমিয়ে আনা হয়েছে। আইওসি অতিথিদের জন্য কর্মসূচীর সংখ্যাও কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।’ অতিথি কমানোর এই সিদ্ধান্ত টোকিওতে অনুষ্ঠিতব্য প্যারালিম্পিক গেমসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইওসি।
×