ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবাহনীর জালে বসুন্ধরার এক হালি গোল

প্রকাশিত: ২০:৫২, ২৮ ফেব্রুয়ারি ২০২১

আবাহনীর জালে বসুন্ধরার এক হালি গোল

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের ঝড়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলে প্রথম হারের স্বাদ পেয়েছে আসরের সর্বোচ্চ ১৭ বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। আজ (২৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কিংসের কাছে ৪-১ গোলে হেরেছে আকাশী-নীল জার্সিধারীরা। আবাহনীর বিরুদ্ধে বসুন্ধরার এটাই সবচেয়ে বড় জয়। বসুন্ধরার হয়ে জোড়া গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অস্কার বেসেরা। একটি করে গোল করেন ইরানি ডিফেন্ডার খালেদ শাফেই ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন দ্য সিলভিয়েরা। আবাহনীর একমাত্র গোলদাতা হাইতিয়ান ফরোয়ার্ড বেলফোর্ট কারভেন্স। দারুণ এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে কিংসরা। ১২ ম্যাচে ১১ জয় ও ১ ড্রতে ৩৪ পয়েন্ট ভান্ডারে অস্কার ব্রুজোনের দলের। এক ম্যাচ কম খেলে ৬ জয় ও ৪ ড্রতে আগের ২২ পয়েন্ট নিয়ে তিনে আছে আবাহনী। চলমান লীগে এটাই প্রথম হার মারিও লেমোসের দলের। ফলে বসুন্ধরার পাশাপাশি এখন লীগে অপরাজিত আছে শুধু শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড। আবাহনীর সমান পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। গতকাল টঙ্গীর আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের আরেক ম্যাচে প্রথম জয়ের স্বাদ পেয়েছে উত্তর বারিধারা। উপভোগ্য ম্যাচে পিছিয়ে পড়েও শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-১ গোলে হারিয়েছে তারা। বারিধারার হয়ে গোল করেন মাহমুদ সাইদ ও পাপন সিং। রাসেলের একমাত্র গোলদাতা খন্দকার আশরাফুল ইসলাম।
×