ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লাইসেন্স ও অনুমোদন বিহীন ওষুধ বিক্রি দায়ে জরিমানা

প্রকাশিত: ২১:০৭, ২৫ ফেব্রুয়ারি ২০২১

লাইসেন্স ও অনুমোদন বিহীন ওষুধ বিক্রি দায়ে জরিমানা

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে লাইসেন্স বিহীন ফার্মেসীতে অনুমোদন বিহীন নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসীকে তের হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুবচনী ও চাঁদের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই ওষুধের দোকানে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উছেন মে ফার্মাসিষ্ট লাইসেন্স না থাকায় এবং অনুমোদন বিহীন ওষুধ বিক্রির উদ্দেশে প্রদর্শণ করায় আওলাদ ফার্মেসীর মালিক সিরাজুলকে দশ হাজার টাকা ও আতাউর ফার্মেসীর মালিক আতাউরকে তিন হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
×