ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাথরঘাটায় বরশিতে ধরা পড়ল ২৮ হাজার টাকা দামের পাঙ্গাস মাছ

প্রকাশিত: ১৫:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২১

পাথরঘাটায় বরশিতে ধরা পড়ল ২৮ হাজার টাকা দামের পাঙ্গাস মাছ

সংবাদদাতা, পাথরঘাটা ॥ বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে এক জেলের এক টাকার বরশিতে মিলেছে ২৮ হাজার টাকার পাঙ্গাস মাছ। মাছটি ইউনুচ নামের এক মাছ ব্যাবসায়ী পদ্মা স্লুইজ ঘাট এলাকা থেকে পাইকারি ক্রয়করে পাথরঘাটা উপজেলা শহরের বাজারে এনে মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি করেন। মাছটির ওজন ৩২ কেজি। আজ ভোর ৪ টার দিকে পদ্মা গ্রামের কবির নামের এক জেলের বরশিতে এ মাছটি ধরা পড়ে। মাছ বিক্রেতা ইউনুচ মিয়া জানান, “গ্রামে প্রবাদ আছে পুইট্টা বরশিতে ভোল মাছ এখন দেখছি সত্যিকারে পুইট্টা বরশিতে ৩২ কেজি ওজনের পাঙ্গাস ধরা পরছে। তিনি বলেন, কবির মিয়া বলেশ্বর নদীতে বরশি দিয়ে নিয়মিত মাছ ধরেন, এখন নদীতে ডালা গোন চলছে। এ জন্য রাত ৪ টার দিকে নৌকা ট্রলার যোগে ছোট ছোট টেংরা মাছ ধরার জন্য পুটি মাছের কোয়াটার ইঞ্চি সাইজের ১৬ নাম্বর বরশি নদীতে ফেলে সে বাড়িতে চলে আসে। পরে ভোর ৬ টার দিকে বরশি ওঠাতে গিয়ে তার বরশিতে এই মাছটি ধরা পড়ে। সাথে আরও অনেক গুলে ৫/৭ কেজি ওজনের পাঙ্গাস ধরা পড়েছে। তিনি আজ ৭০ হাজার টাকার মাছ বিক্রি করলেও পাঙ্গাসটির দাম ধরা হয়েছে ২৮ হাজার টাকা। মাছটি এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীর করেছেন পাথরঘাটা বাজারে। ক্রেতা রাকিব কাজী জানান, নদীর পাঙ্গাস মাছ এমনিতেই সুস্বাধু, তার ওপরে বড় মাছ। সহজে এতবড় মাছ পাওয়া যায় না। তাই শখ করেই ২ কেজি মাছ কিনেছি। বাড়িতে নিয়ে বাবা-মাকে এবং ছেলে¬Ñমেয়ে আমরা সকলকে নিয়ে এক বেলা খাব।
×