ঢাকা, বাংলাদেশ   বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

দেশে করোনায় মৃত্যু কমেছে

প্রকাশিত: ২২:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২১

দেশে করোনায় মৃত্যু কমেছে

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ও শনাক্তের হার বেড়েছে, কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন, গত প্রায় দশ মাসের সর্বনিম্ন। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ৮২২৯ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৮ হাজার ৭৬৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৬৪২ জনসহ এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৪ হাজার ৫৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৬৮টিসহ এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ লাখ ৭৭ হাজার ২৪২টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৯৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ। মঙ্গলবার পাঠানো স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের বেশি বয়সী ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। তাদের বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ৫ জন, চট্টগ্রামে ১জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন করে রয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৪১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১০ হাজার ১৬৯ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৯২ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৮৯ হাজার ৪১৪ জন। এখন পর্যন্ত আইসোলেশন করা হয়েছে ৯৯ হাজার ৫৮৩ জনকে। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন মিলে ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইন করা হয়েছে ৪০৯ জনকে। কোয়ারেন্টাইন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৩৫৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ২২৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টাইন করা হয়েছে ৬ লাখ ২১ হাজার ৭৫৭ জনকে। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৩ হাজার ৫২৮ জন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে ঢাকা বিভাগে ৪৫৮৯ জন, যা মোট মৃতের ৫৫ দশমিক ৭৭ শতাংশ, চট্টগ্রাম বিভাগে ১৫১১ জন, যা মোট মৃতের ১৮ দশমিক ৩৬ শতাংশ, রাজশাহী বিভাগে ৪৭০ জন, যা মোট মৃতের ৫ দশমিক ৭১ শতাংশ, খুলনা বিভাগে ৫৫৪ জন, যা মোট মৃতের ৬ দশমিক ৭৩ শতাংশ, বরিশাল বিভাগে ২৪৮ জন, যা মোট মৃতের ৩ শতাংশ, সিলেট বিভাগে ৩০৮ জন, যা মোট মৃতের ৩ দশমিক ৭৪ জন, রংপুর বিভাগে ৩৫৮ জন, যা মোট মৃতের ৪ দশমিক ৩৫ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৯১ জন, যা মোট মৃতের ২ দশমিক ৩২ শতাংশ। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত করোনায় যারা মারা গেছেন, তাদের বয়স বিশ্লেষণে, শূন্য থেকে ১০ বছরের মধ্যে ৩৬ জন, যা মোট মৃত্যুর শূন্য ৪৪ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ৬২ জন, যা শূন্য ৭৬ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১৬৬ জন, যা ২ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪১১ জন, যা ৪ দশমিক ৯৯ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯৩৮ জন, যা ১২ দশমিক ৪০ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০৫০ জন, যা ২৬ দশমিক ৯১ শতাংশ এবং ৬০ বছরের বেশি বয়সী ৪৫৬৬ জন, যা ৫৩ দশমিক ৪৯ শতাংশ।
×