
সংস্কৃতি ডেস্ক ॥ শীতশেষে ঋতুরাজ বসন্তের বার্তা নিয়ে উপস্থিত হয় মন উদ্বেল করা ফাগুন। অনেকেই হয়ত রবীন্দ্রনাথের কবিতার এই লাইনগুলো মনে করতে পারবেনÑ ফাল্গুনে বিকশিত কাঞ্চনফুল/ডালে ডালে পুঞ্জিত আম্রমুকুল ...। ঠিক তাই, শীতের মালিন্য মুছে ফেলে প্রকৃতি সেজে ওঠে নতুন উদ্ভাসে। মানুষের মনও উৎফুল্ল হয়ে ওঠে এই সময়ে। বসন্ত, পহেলা ফাল্গুন। বাঙালী মুখিয়ে থাকে অন্যরকম ভাললাগায় দিনটি উদযাপনের প্রতীক্ষায়। আর এমন দিনটি তো আসলে উৎসবে মেতে ওঠার। আর এই উদযাপন নতুন পোশাক ছাড়াও অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। তাইত বাংলাদেশের শীর্ষ ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ পহেলা ফাল্গুন উপলক্ষে আয়োজন করেছে বসন্ত উৎসবের, পোশাক ও অন্য সব সামগ্রীতে ফাল্গুনের ছোঁয়া। গোল্ডেন, গেরুয়া, পেস্ট পিচ, লাইট গ্রীনের সঙ্গে আরও সহকারী হিসেবে লেমন হলুদ, কমলা, টিয়া, ফিরোজা, পেস্ট, ম্যাজেন্টা ও লাল রং এ উজ্জ্বল হয়েছে প্রতিটি বসন্তের পোশাক। ফ্লোরাল মোটিফে মূলত ট্র্র্যাডিশনাল পোশাকই থাকছে এই কালেকশনে আর রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। মূলত সূতি এবং ভিসকস বা লিলেন কাপড় ব্যবহার করা হয়েছে পুরো কালেকশনে। শাড়ির ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে সূতি এবং হাফ সিল্ক। পোশাকের নক্সাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু এ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে হ্যান্ড এম্ব্রয়ডারি, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, সেই সঙ্গে রয়েছে চুমকির কাজ।