ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘জিনোম সিকোয়েন্সিং বিষয়ে সিএনএনের খবর আন্তর্জাতিক স্বীকৃতি’

প্রকাশিত: ২৩:০৮, ১৪ জানুয়ারি ২০২১

‘জিনোম সিকোয়েন্সিং বিষয়ে সিএনএনের খবর আন্তর্জাতিক স্বীকৃতি’

স্টাফ রিপোর্টার ॥ দেশের জিনোম সিকোয়েন্সিং বিষয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের খবরকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ বলেছেন, এই সংবাদ প্রকাশ আমাদের জন্য একটি বড় অর্জন। চেয়ারম্যান বলেন, বহুল প্রচারিত আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন কোভিড-১৯ এর গবেষণায় অগ্রগতির জন্য বাংলাদেশের গবেষক দলের ভূয়সী প্রশংসা করেছে। সিএনএন তাদের প্রতিবেদনে উল্লেখ করেÑ কম রিসোর্স থাকা সত্ত্বেও বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং সুরিনামের মতো দেশ স্যাম্পল প্রক্রিয়াকরণের দিক দিয়ে যুক্তরাষ্ট্র থেকেও দ্রুতগতিতে কাজ করে। এছাড়া আন্তর্জাতিক সংস্থা জিসএইডের মুখপাত্র হোয়াটসএ্যাপে বার্তা দিয়েও প্রশংসা করেছেন। মূলত জিনোম সিকোয়েন্সের বিষয়ে ‘জরুরী সংবাদ সম্মেলন’ জানানো হলেও সংবাদ সম্মেলনে সিএনএনের প্রতিবেদনে বিসিএসআইআরের প্রশংসা করার বিষটিই তুলে ধরা হয়। ড. মোঃ আফতাব আলী শেখ বলেন, সরকার আমাদের অত্যাধুনিক জিনোমিক গবেষণাগার স্থাপন করে দিয়েছে। এখন পর্যন্ত ৩০৪টি জিনোম সিকোয়েন্সের তথ্য জিআইএসএইড-এ জমা দেয়া হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে জিনোম সিকোয়েন্সিং-এর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বলেন, অগ্রগতি আগের বৈঠকে যেটি জানানো হয়েছিল সেটিই রয়েছে। পরবর্তী আপডেট থাকলে এভাবেই সংবাদ সম্মেলন করে জানানো হবে। যুক্তরাজ্যের মতো করোনার নতুন স্ট্রেইনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি এখনও বলা যাবে না। এর আগে গণমাধ্যমে যা এসেছে তা বিসিএসআইআর-এর বক্তব্য নয়। আমরা এটা নিয়ে কাজ করছি। এখনও কিছু বলা যাবে না। এ সময় বিসিএসআইআর জিনোম সিকোয়েন্সিং বিভাগের নেতৃত্ব দেয়া প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সেলিম খান চেয়ারম্যানের পাশেই ছিলেন। তার কাছে বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যান বলেন, উনি কিছু বলবেন না।
×