ঢাকা, বাংলাদেশ   বুধবার ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

দুই বছরের ক্যালেন্ডার ঘোষণা বাফুফের

প্রকাশিত: ২৩:৩৬, ১ জানুয়ারি ২০২১

দুই বছরের ক্যালেন্ডার ঘোষণা বাফুফের

স্পোর্টস রিপোর্টার ॥ একটা প্রবাদ আছে, ‘বলা সহজ, কিন্তু করা কঠিন’। তেমনি পরিকল্পনা করা সহজ, কিন্তু সেটাকে বাস্তবায়ন করা কঠিন। দেশের ফুটবল উন্নয়নে তৃণমূলে যেতে হবে, নতুন খেলোয়াড় তুলে আনতে বয়সভিত্তিক পর্যায়ে জোর দিতে হবে। অথচ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাজী মোঃ সালাউদ্দিনের আগের তিন মেয়াদে তৃণমূল ফুটবল বলতে গেলে নির্বাসনেই চলে গিয়েছিল। মজেছিলেন জাতীয় দল এবং পেশাদার লীগ নিয়েই। এবারও আরেকটি দুই বছর মেয়াদী ফুটবলের বর্ষপঞ্জিকার ঘোষণা দিল বাফুফে। বৃহস্পতিবার নির্বাহী কমিটির সহকর্মীদের নিয়ে এই সূচী ঘোষণা করেন সালাউদ্দিন। এর পাশপাশি ২০২০ সালে ফুটবল কর্মকাণ্ডের ফিরিস্তিও দিয়েছেন ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে। ২০২১ সালের জন্য যে কর্মসূচী দেয়া হয়েছে তার প্রেক্ষিতেই পরের তিন বছরের ফুটবল কার্যক্রম চলবে। এখন থেকে ঘরোয়া ফুটবল শুরু প্রতিবছর একই সময়ে। আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রিমিয়ার লীগ। এছাড়া চ্যাম্পিয়নশিপ লীগ, প্রিমিয়ার লীগের ক্লাবগুলোকে নিয়ে অনুর্ধ-১৮ যুব টুর্নামেন্ট, জাতীয় দলের ক্যাম্প, বিশ্বকাপ বাছাই ম্যাচ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ, ফিফা প্রীতি ম্যাচ, এএফসি কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, সাফ অনুর্ধ-১৫ ও অনুর্ধ-১৮ চ্যাম্পিয়নশিপ, শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ, এএফসি অনুর্ধ-২৩ চ্যাম্পিয়নশিপ, পাইওনিয়ার লীগ, তৃতীয়-দ্বিতীয়-প্রথম বিভাগ লীগ ছাড়াও জাতীয়ভিত্তিক খেলা আছে বেশ কটি। জাতীয়ভিত্তিক আয়োজনগুলোর মধ্যে থাকবে জাতীয় স্কুল চ্যাম্পিয়নশিপ, বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, জেএফএ অনুর্ধ-১৪ বালিকা চ্যাম্পিয়নশিপ, জেলা ফুটবল লীগ, শেখ কামাল অনুর্ধ-১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপ, শেখ রাসেল অনুর্ধ-১০/১২ জাতীয় চ্যাম্পিয়নশিপ, বাংলাদেশ গেমস, জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ, ইউনিসেফ অনুর্ধ-১২ কিশোরী চ্যাম্পিয়নশিপ।
×