ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘চল্লিশে’ স্থির থাকতে চান রকিবুল

প্রকাশিত: ২৩:৩৫, ১ জানুয়ারি ২০২১

‘চল্লিশে’ স্থির থাকতে চান রকিবুল

স্পোর্টস রিপোর্টার ॥ বছর পাঁচেক আগে হৃদযন্ত্রের অসুস্থতায় দেশের ক্রিকেটাঙ্গনকে অজানা এক শঙ্কায় ফেলে দিয়েছিলেন। কিন্তু তার নাম রকিবুল হাসান বলেই আবারও মাঠে ফিরেছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ম্যাচ রেফারি হিসেবে এখনও দায়িত্ব পালন করে যাচ্ছেন। ৬৭ পেরিয়েছেন তিনি। আজ তার ৬৮তম জন্মদিন। ১৯৫৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ডানহাতি ওপেনিং ব্যাটসম্যান। তবে ‘লড়াকু’ মানসিকতার রকিবুল তার ৬৮তম জন্মদিনের আগেই জানালেন, ‘আমি চল্লিশে স্থির থাকতে চাই। কারণ আমি মনে করি এই বয়সটা হচ্ছে যে কোন মানুষের জন্য সবচেয়ে পরিণত একটা বয়স। দেশের ক্রিকেটকে যতটা সম্ভব সার্ভিস দিয়ে যেতে চাই আরও অনেকদিন।’ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন না হলে তিনিই হতেন টেস্ট খেলা প্রথম পূর্ব পাকিস্তানী ক্রিকেটার। ১৯৭১ সালের ২৬ ফেব্রুয়ারি রকিবুল অনন্য প্রতিরোধ গড়েছিলেন আইয়ুব খানের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারণার জন্য পাকিস্তান একাদশের ক্রিকেটারদের দেয়া হয় ‘গ্রে নিকোলস’ ব্র্যান্ডের ব্যাট যেখানে আইয়ুব খানের নির্বাচনী প্রতীক তলোয়াড় চিহ্নের স্টিকার ছিল। কিন্তু প্রতিবাদী রকিবুল শেখ কামালের বুদ্ধিতে ‘গান এ্যান্ড মুরের’ ব্যাটে ‘জয় বাংলা’ লেখা স্টিকার লাগিয়ে খেলতে নামেন। শেষ পর্যন্ত পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি। পরে স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রিকেট দলের অধিনায়ক হন রকিবুল। ১৯৮৬ সালে বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচেও ছিলেন তিনি। রকিবুল বর্তমানে ম্যাচ রেফারি হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন।
×