ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফেডারেশন কাপ ফুটবল

শেষ আটে শেখ রাসেল ও শেখ জামাল

প্রকাশিত: ২৩:১৯, ৩১ ডিসেম্বর ২০২০

শেষ আটে শেখ রাসেল ও শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার ॥ দারুণ চিত্তাকর্ষক এক সমীকরণকে সামনে রেখে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফেডারেশন কাপ ফুটবলে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব মুখোমুখি হয়েছিল শেখ রাসেল ক্রীড়াচক্রের। সমীকরণ ছিল অনেকটা এরকম, ড্র করলে দুই দলই চলে যাবে শেষ আটে। এছাড়া জামাল এক গোলের ব্যবধানে হারলেও শেষ আটে যাবে। তবে দুই গোলের ব্যবধানে হারলে তারা বাদ পড়বে, তাদের জায়গায় চলে যাবে গ্রুপের আরেক দল পুলিশ ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত নাটকীয় সমীকরণের খেলায় জিতেছে রাসেলই। তারা ৩-২ গোলে হারায় জামালকে। বিজয়ী দল খেলার প্রথমার্ধে ২-০ গোলে এগিয়েছিল। এই জয়ে গ্রুপসেরা হয়ে কোয়ার্টারে উঠল একবারের চ্যাম্পিয়ন রাসেল। দুই ম্যাচের সবকটিতেই জিতে ৬ পয়েন্ট তাদের। ১ জানুয়ারি প্রথম কোয়ার্টার ফাইনালে তারা মোকাবেলা করবে সি-গ্রুপের রানার্সআপ চট্টগ্রাম আবাহনীকে। দুই ম্যাচে ১ ড্র ও ২ হারে ১ পয়েন্ট নিয়ে তিনবারের শিরোপাধারী জামাল হলো রানার্সআপ। ৩ জানুয়ারি তৃতীয় কোয়ার্টারে সি-গ্রুপের এবং বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে তারা। সমান খেলায় পুলিশেরও ১ পয়েন্ট। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় শেষ আটে উঠতে ব্যর্থ হয় তারা (জামালের স্বপক্ষ গোল ৪, পুলিশের ২)। ষষ্ঠ মিনিটে গোল করে এগিয়ে যায় রাসেল। বখতিয়ার দুইশবেকভের কর্নার থেকে সিওভুস আসরোরভ হেডে গোল করেন (১-০)। ৩৯ মিনিটে মাঝমাঠের একটু সামনে থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় ডান পায়ের কৌণিক শটে দূরের পোস্ট দিয়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ওবি মোনেক (২-০)। ৪৯ মিনিটে রাসেলের ডিফেন্ডার দিদারুল হক জামালের মিডফিল্ডার ভালি জানোভকে ফাউল করলে রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দিলে পেনাল্টি থেকে গোল করেন জামালের অধিনায়ক সলোমন কিং (১-২)। ৫৯ মিনিটে রাসেলের বদলি ফরোয়ার্ড তকলিস আহমেদ গোল করে আবারও ব্যবধান বাড়ান (৩-১)। ৮৯ মিনিটে সলোমন কিং আবারও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান (২-৩)।
×