
নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ নাটোরের গুরুদাসপুর উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আয়নাল হক (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ী এলাকায় ওই দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত আয়নাল হক একই উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী এবং একই ইউনিয়নের বৃন্দাবনপুর গ্রামের মৃত কুরবান আলী শেখের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও স্থানীয়রা জানান, বিকালে আয়নাল হক মোটর সাইকেলযোগে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজার হতে চন্দ্রপুর ভূমি অফিসে যাচ্ছিলেন। এসময় দুধগাড়ী এলাকায় পৌছালে বিপরীত থেকে আসা রুহুল আমিন নামের এক ব্যক্তির মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়।
এই ঘটনায় আয়নাল হকের সাথে থাকা গোপাল সরকার নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপাল এবং রুহুল আমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন এবং সহকারী কমিশনার (ভুমি) আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।