ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এখন সূর্য ডাকবে তার রোদে চুল শুকাতে

প্রকাশিত: ২০:১৫, ৭ ডিসেম্বর ২০২০

এখন সূর্য ডাকবে তার রোদে চুল শুকাতে

পুরো সপ্তাহ ক্লাস, মিড, এ্যাসাইনমেন্ট, অফিসের বস, ট্রাফিক জ্যাম আর বয়ফ্রেন্ড সামলিয়ে সময়ের নাগাল পাওয়া ভার! এত কিছুর মাঝে সময় বের করে পার্লারে দৌড়ানো নিশ্চয়ই আর হয়ে ওঠে না আপনার? আয়নায় তাকিয়ে যদি দেখেন এই চুল আর নেই সেই চুল, মন তো খারাপ হবেই! শহুরে জীবনে ধুলাবালির সঙ্গে পাল্লা দিয়ে চুলের ক্ষতিও হয় সমান তালে। শিডিউল মিলিয়ে কিভাবে চুলের যত্ন নেবেন ভেবে পাচ্ছেন না? ছুটির দিনেই তবে হোক কেশ-চর্চা। চর্চা আর ধৈর্য এই দুয়ে মিলেই আনবে চুলের সৌন্দর্য। তাহলে আর দেরি কেন? চলুন শুরু করা যাক হোম রেমেডি-১ একটা মুরগির ডিমের সাদা অংশ, একটা কলা আর পরিমাণ মতো টক দই একটু সময় নিয়ে ভাল করে মিশিয়ে চুলের আগা-গোড়াসহ পুরো চুলে মেখে আধা ঘণ্টা অপেক্ষা করুন শাওয়ার ক্যাপ লাগিয়ে। শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ধুয়ে নিলেই হয়ে গেল আপনার চুলের ঘরোয়া প্রোটিন ট্রিটমেন্ট। চুলে হাত দিলেই বুঝবেন কত কোমল লাগছে। হোম রেমেডি-২ কিউট কিউট ঝলমলে কালো চুল পেতে চাইলে অন্তত প্রতি সপ্তাহে ছুটির দিনে শ্যাম্পুর সঙ্গে চিনি এবং এ্যালোভেরা জেল মিশিয়ে চুল ধুয়ে নেবেন। চিনি যাতে একদম মিশে না যায় একটু খেয়াল রাখবেন। হোম রেমেডি-৩ পরিমাণ মতো আদা ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে শুধু চুলের গোড়ায় লাগিয়ে ১ ঘণ্টা অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে ধুয়ে ফেলুন। মায়ের রান্নাঘর থেকে নিলে কিন্তু কোন খরচ ছাড়াই পেয়ে গেলেন এই এ্যান্টি হেয়ার ফল থেরাপি। শুধু চুল পড়াই কমবে না, চুলের গোড়া মজবুত হবে, গজাবে নতুন চুল। প্রিয়জনের সঙ্গে চুলোচুলির খুনসুটি হবে এবার পুরোদমে।
×