ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

ফারিয়ার ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’

প্রকাশিত: ২১:৪০, ২৭ নভেম্বর ২০২০

ফারিয়ার ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’

সংস্কৃতি ডেস্ক ॥ নুসরাত ফারিয়া। নায়িকা নাকি গায়িকা। এই প্রশ্ন এখন তাকে উদ্দেশ করে বলাই যায়। তবে ইদানীং তাকে নায়িকা থেকে গায়িকার পরিয়চটা হয়ত বেশি টানছে! প্রথম গান ‘পটাকা’ সমালোচিত হলেও দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ প্রশংসিত হয়। এবার তৃতীয় গানে কণ্ঠ দিলেন ফারিয়া। শিরোনাম ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে।’ গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির সুর-সঙ্গীতায়োজনের পাশাপাশি নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান। তৃতীয় গান নিয়ে আশাবাদী গায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, ডিসেম্বরেই মুক্তি পাবে ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ গানটি। মূলত গানটি চ্যানেল আই মিউজিক এ্যাওয়াডের এবারের আসরের জন্য তৈরি হয়েছে। আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা মেজাজের। আশা করছি, শ্রোতাদের মনে ধরবে। নির্মাণাধীন ফারিয়া অভিনীত নূর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং ভারতের জি-ফাইভ প্রযোজিত ওয়েব চলচ্চিত্র ‘যদি কিন্তু তবুও’।
×