ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে স্ত্রীর মামলায় প্রবাসী স্বামীর কারাদন্ডের আদেশ

প্রকাশিত: ১৯:৫১, ২৬ নভেম্বর ২০২০

নারায়ণগঞ্জে স্ত্রীর মামলায় প্রবাসী স্বামীর কারাদন্ডের আদেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর দায়েরকৃত যৌতুক মামলায় মোঃ আমান উল্ল্যাহ নামে এক ব্যক্তিকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেলে মামলার সাক্ষিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলম এ রায়ের ঘোষণা করেন। তবে রায় প্রদানকালে আসামী আদালতে উপস্থিত ছিলো না। সন্ধ্যা সাড়ে ৭টায় রায়ের এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোঃ আসাদুজ্জামান। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৫ জুলাই বাদী জান্নাতুল শ্রাবনীর সাথে আসামী আমান উল্লাহর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে বিল্ডিংয়ের কাজের কথা বলে ৬ লাখ টাকা যৌতুক নেয় আমান। এর পর থেকেই বিভিন্ন অজুহাতে আরও অর্থ দাবী করে স্ত্রীকে মারধর করতো সে। বিয়ের ২ মাস পরে আরও ৫ লাখ টাকা যৌতুক দাবী করে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং স্ত্রীর পরিবারকে না জানিয়েই বিদেশে চলে যায়। পরবর্তীতে মুঠোফোনে আমান জানায় ৫ লাখ টাকা না পেলে সে সংসার করবে না এবং অন্যত্র বিয়ে করবে। এ ঘটনায় স্ত্রী শ্রাবনী মামলা দায়ের করলে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
×