ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সপ্তম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ২০:৪৬, ২৩ নভেম্বর ২০২০

সপ্তম শ্রেণির পড়াশোনা বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহু নির্বাচনী প্রশ্ন ওয়ার্ড প্রসেসিং ও বাংলা কিবোর্ডের ব্যবহার ১। ওয়ার্ড প্রসেসর দিয়ে কোনো কিছু লিখতে গেলে প্রথমেই আমাদের কী প্রয়োজন? ক. ১টি মাউস খ. ১টি পেন-ড্রাইভ গ. ১টি কিবোর্ড ঘ. ১টি সিডিরাইটার ২। ওয়ার্ড প্রসেসরের প্রধান Input Device-এর নাম কী? ক. সফ্টওয়্যার খ. রাইটার পেন গ. জয়স্টিক ঘ. কিবোর্ড ৩। বাংলা টাইপরাইটারের জন্য একটি বিজ্ঞানসম্মত কিবোর্ড লে-আউট তৈরি হয় কত সালে? ক. ১৯৬০ খ. ১৯৬৫ গ. ১৯৭০ ঘ. ১৯৭৫ ৪। বাংলা টাইপরাইটারের জন্য কিবোর্ড লে-আউট কে তৈরি করেন? ক. মুনীর চৌধুরী খ. মোস্তাফা জব্বার গ. বিলগেট্স ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ৫। কম্পিউটারে বাংলা লেখার জন্য প্রথম কোন সফ্টওয়্যারটি আবর্তিত হয়? ক. বিজয় খ. প্রশিকা গ. লেখনী ঘ. শহীদলিপি ৬। শহীদলিপি সফ্টওয়্যারটি কত সালে প্রবর্তিত হয়? ক. ১৯৮২ খ. ১৯৮৩ গ. ১৯৮৪ ঘ. ১৯৮৫ ৭। আশির দশকের মাঝামাঝি থেকে শুরু“ করে নব্বইয়ের দশকের শেষের দিক পর্যন্ত বাংলা লেখার অনেক সফটওয়্যার বাজারে আসে, যার মধ্যে রয়েছে- i. প্রবর্তন ii. শহীদলিপি iii. লেখনী ওপরের তথ্যের আলোকে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii ৮। সফটওয়্যারের উন্নয়নের কারণে এবং বিভিন্ন সফটওয়্যারের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে কোনটি? ক. প্রশিকা শব্দ খ. বিজয় গ. প্রবর্তনা ঘ. শহীদলিপি ৯। ওয়ার্ড প্রসেসরে বিজয় কিবোর্ড সচল করতে একসঙ্গে যে কি চাপতে হয়? ক. Shift+Ctrl+B খ. Shift+Alt+B গ. Ctrl+Alt+I ঘ. Ctrl+Alt+B ১০। বিজয় কিবোর্ডে যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে প্রথম অক্ষরটি চেপে ইংরেজি কোন অক্ষরটি চাপতে হয়? ক. wR (G) খ. wm (C) গ. Gj (L) ঘ. Avi (R) ১১। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল যে বাংলা কিবোর্ড লে-আউট অনুমোদন করেছে এর নাম কী? ক. মুনীর কিবোর্ড খ. অপটিক্যাল কিবোর্ড গ. ন্যাশনাল কিবোর্ড ঘ. জাতীয় কিবোর্ড ১২। পৃথিবীর অন্য সব ভাষার মতো বাংলায়ও যে কোড ব্যবহার করে লেখা যায় তার নাম হচ্ছে- ক. অ্যাসবি কোড খ. বিসিডি কোড গ. বাইনারি কোড ঘ. ইউনিকোড ১৩। যুক্তবর্ণ ক্ষলেখার জন্য কী চাপতে হবে? ক. j g N খ. j g n গ. j G N ঘ. j g K ১৪। যে কিবোর্ড ব্যবহার করেই বাংলা লিখুক না কেন, সেটি সংরক্ষণ করা হবে কোন নিয়মে? ক. বিজয় কিবোর্ডের খ. বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের গ. আন্তর্জাতিক নিয়মে ঘ. ওপরের সবগুলোই সঠিক ১৫। একটি নির্দিষ্ট কিবোর্ডের গুরুত্ব কমে গেছে কী কারণে? ক. কিবোর্ড অনেক হওয়ার কারণে খ. বিজ্ঞানীদের মধ্যে মিল না থাকায় গ. ইউনিকোড না থাকায় ঘ. আন্তর্জাতিক নিয়মে সংরক্ষণের কারণে ১৬। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়তে থাকে কত সালের পর? ক. ১৯৯০ খ. ১৯৯৫ গ. ২০০০ ঘ. ২০০৫ উত্তরগুলো মিলিয়ে নাও ১.গ ২. ঘ ৩. খ ৪. ক ৫. ঘ ৬. ঘ ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ক ১১. গ ১২. ঘ ১৩. ক ১৪. গ ১৫. ঘ ১৬।
×