ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ১৯:৪৮, ১৯ অক্টোবর ২০২০

ফ্যাশন সংবাদ

অনলাইন শপ ইমাইস পাঞ্জাবির আয়োজন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় হোম ডেলিভারির বিশ্বস্ত প্রতিষ্ঠান বগরংব (পাইকারি, খুচরা, অনলাইন সেল) দুর্গাপূজা উপলক্ষে নান্দনিক নক্সার পাঞ্জাবি এনেছে। ফরমায়েশ দিলে ঘরে বসেই পাওয়া যাবে এসব নান্দনিক নক্সার পাঞ্জাবি। বগরংব কম মূল্যের, তারুণ্যনির্ভর ও স্টাইলিস্ট, আরামদায়ক, পুরোটাই সুতি ফ্রেবিকস এবং মার্জিত, বাহারি ডিজানের পাঞ্জাবি এনেছে। জ্যামিতিক মোটিফের পাঞ্জাবিতে বিভিন্ন উপাদান ব্যবহার করে দেয়া হয়েছে উৎসবের ছোঁয়া। এ ছাড়াও আপনার পছন্দের টি-শার্ট, পলোশার্ট, শার্ট, পাঞ্জাবি অনলাইনেও অর্ডার করা যাবে। সব প্রকার পাইকারি ও খুচরা বিক্রেতা পেতে এবং আরো বিস্তারিত জানতে হটলাইন : ০১৭ ৫০৬ ২৩২, ০১৭১৬০৬১৫১০ সুহৃদ শারোদৎসবকে সামনে রেখে অনলাইন শপ সুহৃদ বেশকিছু স্টাইলের পোশাক এনেছে। এই পূজাতে আরামদায়ক আউট ফিট হিসেবে সুহৃদ বেশ কিছু মোটিফের টি-শার্ট, শার্ট, পাঞ্জাবি বাজারে এনেছে। পছন্দের শার্ট, পলো শার্ট, পাঞ্জাবি অনলাইনে (পাইকারি ও খুচরা) অর্ডার করা যাবে। অনলাইনে অর্ডার করতে বা বিস্তারিত জানতে হটলাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪। দুর্গোৎসবে মেঘ ফ্যাশন হাউস মেঘ দুর্গাপূজা উপলক্ষে এনেছে ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, মেয়েদের কামিজ, শিশুদের ফতুয়া, ফ্রক ও টি-শার্ট। আরামদায়ক কাপড়ে উজ্জ্বল রঙে এসব পোশাকের নক্সায় ফুটিয়ে তোলা হয়েছে শারোৎসবের আমেজ। মেঘের বিক্রয় কেন্দ্র আছে- ঢাকার শাহবাগের আজিজ সুপার মার্কেট, ধানমন্ডির মেট্রো শপিং মল ও মৗচাকের সেন্টার পয়েন্ট। সাদাকালো প্রতিবারের ন্যায় এবারেও সাদাকালো সাজিয়েছে শারদীয় পূজার আয়োজন। মাধ্যম হিসেবে রয়েছে স্ক্রীন প্রিন্ট, ব্লক প্রিন্ট, হাতের কাজের নানা সমাহার। এই আয়োজনে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, ধুতিসহ কামিজ, টপস এবং পাশাপাশি রয়েছে যুগল পোশাক ও বড়দের সঙ্গে ছোটদের একই রকম পোশাক। শারদীয় পূজার আয়োজন পাওয়া যাবে সাদাকালোর সব শোরুমসহ ওয়েবসাইট www.sadakalo.net এবং ফেসবুক পেজে।
×