ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

করোনা রোধে রেমডেসিভির কার্যকর নয় ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ০০:৩১, ১৮ অক্টোবর ২০২০

করোনা রোধে রেমডেসিভির কার্যকর নয় ॥ ডব্লিউএইচও

করোনা রোগীদের বেঁচে থাকার সম্ভাবনার ওপর এ্যান্টিভাইরাল ওষুধ রেমডেসিভিরের খুব সামান্য কিংবা কোন প্রভাবই নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডবিউএইচও) গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। করোনায় রেমডেসিভির ও হাইড্রক্সিক্লোরোকুইনসহ চারটি ওষুধের কার্যকারিতা আছে কিনা তা জানতে এ গবেষণা করেছে সংস্থাটি। মহামারী করোনার চিকিৎসায় প্রথম ব্যবহৃত হয়েছিল রেমডেসিভির। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে থাকাকালীন ওষুধটি দেয়া হয়েছিল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণালব্ধ এই ফল প্রত্যাখ্যান করেছে ওষুধটির প্রস্তুতকারী মার্কিন কোম্পানি গিলিয়াড সায়েন্সেস। এক বিবৃতিতে গিলিয়াড সায়েন্সেস জানিয়েছে, অন্যান্য গবেষণার সঙ্গে এই গবেষণার কোন সামঞ্জস্য নেই। এ ছাড়া তারা উদ্বিগ্ন যে, এই ফল এখনও পিয়ার রিভিউ করা হয়নি। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখনও পিয়ার রিভিউ না হওয়া এ গবেষণার ফলে দেখা যাচ্ছে, রোগীর মৃত্যু ঠেকাতে কিংবা এটির ব্যবহারে হাসপাতালে বেশিদিন না থাকার ক্ষেত্রে এর বাস্তবিক কোন প্রভাব নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথম বুধবার বলেন, ইতোমধ্যে অকার্যকর হিসেবে প্রমাণিত জুনেই হাইড্রক্সিক্লোরোকুইন এবং লোপিনাভির, রিটোনাভিরারের ট্রায়াল বন্ধ করে দেয়া হয়েছিল।-বিবিসি
×