ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রক্তাক্ত দোকানদার, আটক ১

প্রকাশিত: ২১:০৬, ১৭ অক্টোবর ২০২০

সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রক্তাক্ত দোকানদার, আটক ১

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকুন্ড এক দল সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো.রহিম উদ্দিন(৪৫)নামে এক ভাতের দোকানদার রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার বাড়বকুন্ড দক্ষিণ বাজার মধ্যম মহাদেবপুর ষ্টেশন রোড সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় তাৎক্ষনিক স্থানীয়দের সহযোগিতায় ইউনুস মুন্না নামে একজনকে আটক করেন। শনিবার বিকালে ছুরিকাঘাতে রক্তাক্ত দোকানদার রহিম উদ্দিনের স্ত্রী শাহিনুর আক্তার বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। জানা যায়,উপজেলার বাড়বকুন্ড রঙ্গিপাড়া গ্রামের কসাই বাড়ির ইউনুস মিয়ার পুত্র রহিমের দোকান ভাতঘরে ৫/৬ জনের একটি সন্ত্রাসী দল চাঁদাবাজি ও ডাকাতির টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে তাদের নিজেদের মধ্যে কথা কাটাকাটি শুরু করে। এ সময় দোকনদার রহিম সন্ত্রাসীদের ভাতের টাকা দিয়ে অন্যত্র চলে যেতে অনুরোধ করেন। এর সাথে সাথে ক্ষিপ্ত হয়ে স্থানীয় বখাটে সন্ত্রাসী ইউনুস মুন্না ও শাহাদাত হোসেনের নেতৃত্বে রহিম উদ্দিনকে দোকান থেকে বাহির করে উপযুপরি পেটাতে থাকে। এক পর্যায়ে পেটে ছুরি দিয়ে আঘাত করে রিপেটের নাড়িভুড়ি বের কের দেয়। পরে স্থানীয়রা ধাওয়া কওে সন্ত্রাসী ইউনুস মুন্নাকে ধরে পুলিশে সোপর্দ করে। দোকানদার রহিম উদ্দিনকে উদ্ধার করে প্রথমে সীতাকুন্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে হাসপাতলে প্রেরণ করেন। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন,“আমরা তাৎক্ষনিক অভিযান চালিয়ে ইউনুস মুন্না নামে এক সন্ত্রাসীকে আটক করেছি। ভাতের দোকানদারের মালিক রহিমের স্ত্রী বাদি হয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। বাকি আসামিদেরও আমরা গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছি।”
×