ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনায় অধ্যাপক নাসিম উদ্দিন মালিথার মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৩, ১১ অক্টোবর ২০২০

করোনায় অধ্যাপক নাসিম উদ্দিন মালিথার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, ১০ অক্টোবর ॥ বিশিষ্ট রবীন্দ্র গবেষক, বগুড়া আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক প্রধান অধ্যাপক নাসিম উদ্দিন মালিথা করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শনিবার সকাল ৭টায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ মাগরিব শাহজাদপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মসজিদে জানাজা শেষে বিসিক বাসস্ট্যান্ড কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে হাসিবুর রহমান স্বপন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আজাদ রহমান, শাহজাদপুর সরকারী কলেজের অধ্যক্ষ ড. আব্দুস সাত্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ কাজলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
×