ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সুপার ওভারে মুম্বাইকে হারাল ব্যাঙ্গালুরু

প্রকাশিত: ০১:০৪, ২৯ সেপ্টেম্বর ২০২০

সুপার ওভারে মুম্বাইকে হারাল ব্যাঙ্গালুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে এসে হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স। সোমবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হার মানে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। সুুপার ওভারে প্রথমে ব্যাট করতে নামেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই মারকুটে ব্যাটসম্যান কাইরন পোলার্ড ও হার্দিক পান্ডিয়া। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সাইনির প্রথম বল থেকে মাত্র এক রান নিতে সক্ষম হন পোলার্ড। দ্বিতীয় বল থেকে এক রান নেন হার্দিক পান্ডিয়া। তৃতীয় বল থেকে কোন রান পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। চতুর্থ বল থেকে চার রান নেন পোলার্ড। কিন্তু পঞ্চম বলে তিনি আউট হয়ে যান। ষষ্ঠ বল থেকে মাত্র এক রান নিতে সক্ষম হন হার্দিক পান্ডিয়া। ফলে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সামনে জয়ের টার্গেট দাঁড়ায় মাত্র আট রান। রয়্যাল চ্যালেঞ্জার্সের দুই হার্ডহিটার এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলি ব্যাট করতে নামেন। মুম্বাইয়ের বোলার বুমরার প্রথম বল থেকে এক রান নেন ভিলিয়ার্স। দ্বিতীয় বলে আসে এক রান। তৃতীয় বল ডট। চতুর্থ বলে চার রান নেন ভিলিয়ার্স। এ পর্যন্ত দু’দলই সমানে সমান। পঞ্চম বল থেকে এক রান নেন ভিলিয়াস। আর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এর আগে ম্যাচে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স সংগ্রহ করে ২০১ রান। জবাবে ব্যাট করতে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সও নির্ধারিত ওভারে ২০১ রান সংগ্রহ করে। তারা হারায় পাঁচটি উইকেট। ফলে ম্যাচ টাই হয় এবং সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে গিয়ে জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।
×