ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সালাউদ্দিনের সমালোচনায় বাফুফের উকিল নোটিশ

প্রকাশিত: ২১:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২০

সালাউদ্দিনের সমালোচনায় বাফুফের উকিল নোটিশ

স্পোর্টস রিপোর্টার ॥ সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট পোস্টদাতাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এমএইচ তানভীর ফেডারেশনের পক্ষে লিগ্যাল নোটিশ জারি করেন। যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার ও পরিবেশন করছেন, তাদের উদ্দেশ্যে দেয়া হয় এ লিগ্যাল নোটিশ। নোটিশ প্রদানের পরও যারা এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ অনুসারে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয়েছে। নির্বাচন নিয়ে কাদা ছোঁড়াছুড়ির অভ্যাস পুরোনো, এবার সেটা মাত্রা ছাড়িয়েছে। বিশেষ করে ‘সালাহউদ্দীন হটাও’ আন্দোলনে আগাসী মনোভাব প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, আক্রমণাত্মক ও অপমানজনক পোস্ট, বিবৃতি ও ভিডিওবার্তা নিয়ে দেশের ফুটবল ফেডারেশনকে হেয় করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে সোচ্চার বাফুফে।
×