ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জয়পুরহাটের একাত্তরের শহীদদের গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের সিদ্ধান্ত

প্রকাশিত: ১৭:৫০, ২২ সেপ্টেম্বর ২০২০

জয়পুরহাটের একাত্তরের শহীদদের গণকবর ও বধ্যভূমি সংরক্ষণের সিদ্ধান্ত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ একাত্তরের বধ্যভূমি ও গণকবর চিহ্নিতকরণ সত্যতা যাচাই এবং সংরক্ষণ পরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংরক্ষণ কমিটির সভাপতি সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়। সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মকসুদুল কবির, মুক্তি যুদ্ধের সংগঠক ও গবেষক আমিনুল হক বাবুল, জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাজা চৌধুরী প্রমূখ। সভায় অতি দ্রুত সদর উপজেলার ২৬টি বদ্যভূমি চিহ্নিত করণ এবং প্রাথমিক ভাবে সেগুলো বঁশের বেড়া দিয়ে ঘিরে সংরক্ষণের ব্যবস্থা, ফলক স্থাপন এবং শহীদদের নাম সংগ্রহ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বধ্যভূমি ও গণকবর গুলি পর্যায়ক্রমে দ্রুত ইটের প্রাচীর দিয়ে ঘিরে সংরক্ষণ এবং স্মারক নির্মাণ করা হব্। নবাগত জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম দায়িত্বভার গ্রহণের পরপরই মুক্তিযুদ্ধের সংগঠক ও গবেষক আমিনুল হক বাবুল কর্তৃক চিহ্নিতকৃত জেলার মোট ৬৫টি বধ্যভূমি পরিদর্শণ শুরু করেছেন। এবং ওই গণকবর ও বধ্যভূমি গুলো চিহ্নিত করণ, প্রাথমিক ভাবে সংরক্ষণের ব্যাবস্থা, ফলক স্থাপন এবং শহীদদের নাম সংগ্রহ বিষয়ে দ্রুত বাস্তবায়নের লক্ষে উপজেলা নির্বাহী অফিসারকে জেলা প্রশাসক শরীফুল ইসলাম উক্ত সভা করার নির্দেশ দেন।
×