ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার ২৮ বছরের আক্ষেপ ঘোচাতে চান মেসি

প্রকাশিত: ২৩:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২০

আর্জেন্টিনার ২৮ বছরের আক্ষেপ ঘোচাতে চান মেসি

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ক্লাব দল বার্সিলোনার হয়ে জিতেছেন ভুরি ভুরি শিরোপা। কিন্তু অবাক করা বিষয়, এখন পর্যন্ত জাতীয় দল আর্জেন্টিনার হয়ে জিততে পারেননি কোন আন্তর্জাতিক ট্রফি। শুধু তাই নয়, ১৯৯৩ সালে কোপা আমেরিকা কাপ জয়ের পর আর কোন আন্তর্জাতিক শিরোপার দেখা পায়নি আর্জেন্টিনা। এই হিসেবে সর্বশেষ ২৭ বছর শিরোপাবঞ্চিত দিয়াগো ম্যারাডোনার দেশ। ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে তিনটি আসরের ফাইনালে তীরে এসে তরী ডোবে ফুটবলপাগল দেশটির। এজন্য আক্ষেপের শেষ নেই আর্জেন্টাইন ও দেশটির কোটি কোটি ভক্ত-সমর্থকদের। আরও একবার সেই আক্ষেপ ঘোচানোর স্বপ্ন দেখছেন দলটির অধিনায়ক ও সেরা তারকা মেসি। এক সাক্ষাতকারে ছয়বারের ফিফা সেরা তারকা জানিয়েছেন, আর্জেন্টিনাকে ২০২১ সালের কোপা আমেরিকা জেতাতে চান তিনি। এই মিশনে সফল হলে ২৮ বছরের আক্ষেপ ঘুচবে আলবিসেলেস্তেদের। আর্জেন্টিনার হয়ে ইতোমধ্যে ৭ বিশ্বকাপ খেলেছেন মেসি। ১০ বার খেলেছেন দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকায়। কিন্তু একবারও স্বপ্নের ট্রফি উঁচিয়ে ধরতে পারেননি খুদে জাদুকর। কয়েকবার তীরে এসে তরী ডোবানো মেসি আরও একবার আশায় বুক বাঁধছেন। স্বপ্নবাজ মেসি বলেন, এখনও আমাদের সুযোগ আছে। আগামী বছর কোপা আমেরিকায় আমরা আরেকবার শিরোপার জন্য খেলব। আমাদের ভাল সুযোগ আছে। আশা করছি কাজে লাগাতে পারব। দলের তরুণ ফুটবলাররা মুখিয়ে আছে তাদের সেরাটা দিতে। আসলে আধুনিক ফুটবলের ট্রাজিক হিরোই বলতে হবে মেসিকে। আর্জেন্টিনাকে সেই ম্যারাডোনা প্রায় তিন দশক আগে জিতিয়েছেন সর্বশেষ ট্রফি। কিন্তু মেসি কিছুই দিতে পারেননি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালে উঠেও হারতে হয় জার্মানির কাছে। পরের দুই বছর দুটি কোপা আমেরিকার ফাইনালে একইভাবে টাইব্রেকারে চিলির কাছে হার। তার আগে ২০০৭ সালেও কোপার ফাইনালে হেরেছেন। অথচ একটা সময় আর্জেন্টিনা দাপট ছিল অবিশ্বাস্য। ১৯৮৬ সালে কিংবদন্তি ম্যারাডোনার নেতৃত্বে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। এরপর চার নম্বর বিশ্বকাপের ফাইনাল খেলে ১৯৯০ সালে। সেবার জার্মানির কাছে বিতর্কিত পেনাল্টিতে ১-০ গোলে হেরেছিল ম্যারাডোনার দল। দুই যুগ পর ২০১৪ সালে আবারও ফাইনালে উঠে আর্জেন্টিনা। এবারও জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ। দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা কাপেও দারুণ সফল আর্জেন্টিনা। এ পর্যন্ত দলটি চৌদ্দবার শিরোপা জিতেছে। তবে ১৯৯৩ সালের পর এই আসরে আর সাফল্য পায়নি ম্যারাডোনা, মেসির দেশ। ১৯৯২ সালে আর্জেন্টিনা একমাত্র ফিফা কনফেডারেশন্স কাপ জয় করে। এছাড়া ২০০৪ এথেন্স ও ২০০৮ বেজিং অলিম্পিকের ফুটবলেও স্বর্ণপদক জেতে আর্জেন্টিনা। কিন্তু অলিম্পিকের সাফল্য জাতীয় দলের হয়ে বিবেচিত হয় না! কারণ এখানে খেলে থাকে যুবদল। জীবন্ত কিংবদন্তি ম্যারাডোনার বিদায়ের পর আর্জেন্টিনার ফুটবলে সাফল্য খরা চলছে। মেসি বারবার চেষ্টা করেও সফল হতে পারছেন না। এখন আগামী বছর কোপা আমেরিকায় আরেকবার চেষ্টা করতে যান সময়ের অন্যতম সেরা তারকা। উল্লেখ্য, কোপা আমেরিকার এই আসর চলতি বছর হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে পিছিয়ে টুর্নামেন্টটি হবে ২০২১ সালে।
×