ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

করোনা বিশ্বকে ২০ বছর পিছিয়ে দিয়েছে ॥ গেটস ফাউন্ডেশন

প্রকাশিত: ১৫:০৫, ১৬ সেপ্টেম্বর ২০২০

করোনা বিশ্বকে ২০ বছর পিছিয়ে দিয়েছে ॥ গেটস ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক ॥ করোনাভাইরাসে অতিমারির কারণে বিশ্বের অগ্রগতি অন্তত ২০ বছরেরও বেশি পিছিয়ে দিয়েছে। স্বা¯’্য থেকে অর্থনীতি প্রায় প্রতিটি ক্ষেত্রে পিছিয়েছে গেছে বিশ্ব। ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’-এর প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে একথা বলা হয়েছে । খবর বিবিসি অনলাইনের। বিশ্বের বিভিন্ন দেশের দরিদ্র মানুষ এবং শিক্ষা, স্বাস্থের মতো জরুরি খাতে সহায়তার হাত বাড়িয়ে দেয়া বিল গেটস ফাউন্ডেশনের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে নভেল করোনাভাইরাসের প্রভাবে ২০ বছরের মধ্যে প্রথম বিশ্বে দারিদ্র্য বাড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ মন্দার কবলে পরেছে বিশ্ব। এমনকি টিকা কর্মসূচিতে ২৫ বছরের অগ্রগতি ২৫ সপ্তাহেই ধুলিস্যাৎ হয়ে গেছে। এছাড়া শিক্ষাক্ষেত্রে চরম ক্ষতির মুখে পরেছে শিশুরা । ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২০ সালের মহামারী বিশ্বের সবজায়গাতেই মানুষের জন্য এক বিরাট ধাক্কা। মানুষের অর্থসম্পদ তো বটেই, সামগ্রিকভাবে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য বড় ধরনের ধাক্কা খেয়েছে। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ধনী-গরিবের মধ্যে বৈষম্য এমনভাবে বাড়ছে যেমনটি কয়েক দশকেও দেখা যায়নি। এছাড়া করোনার কারণেবিশ্বজুড়ে চরম দারিদ্র্যর মুখোমুখি হয়েছে বিপুল সংখ্যক মানুষ। জীবন-জীবিকার মানন্নোয়নের নির্ধারিত লক্ষ্যমাত্রা মুখ থুবড়ে পড়ছে। স্বাস্থ্য সুরক্ষায় বিশ্বব্যাপী বিভিন্ন টিকা কর্মসূচি ৯০ এর দশকের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচন কর্মসূচি, জনস্বাস্থ্য মানব কল্যাণ, শিক্ষা এবং অন্যান্য টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করে গেটস ফাউন্ডেশন তাদের প্রতিবেদনে বলেছে, সব লক্ষ্যমাত্রাই সঠিক পথে এগু”িছল। কিš‘ কোভিড-১৯ মহামারী প্রতিটি ক্ষেত্রেই পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে গেছে। বেড়েছে অসমতা। এ মহামারী যে কেবল অগ্রগতি থামিয়ে দিয়েছে তাই নয়, বরং তা আরও পিছিয়ে দিয়েছে। ২০১৭ সাল থেকে ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ উন্নয়নশীল বিশ্বে দারিদ্র্য এবং রোগের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রগতির শুভ বার্তা তাদের বার্ষিক ‘গোলকিপারস প্রতিবেদন’ প্রকাশ করে আসছে। কিš‘ এবছর পরিস্থিতি কতটা খারাপ হয়েছে সেটিই কেবল এই প্রতিবেদনে তুলে ধরার আছে, বলেছেন গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান।
×