ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এবার করোনায় আক্রান্ত প্রণব মুখার্জি

প্রকাশিত: ১৫:০৭, ১০ আগস্ট ২০২০

এবার করোনায় আক্রান্ত প্রণব মুখার্জি

অনলাইন ডেস্ক ॥ এবার প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। সোমবার নিজেই এক টুইট বার্তায় তিনি এই খবর জানান। টুইটারে ভারতের এই সাবেক প্রেসিডেন্ট জানান, অন্য এক দরকারে হাসপাতালে গিয়েছিলেন। তখনই তার করোনা পরীক্ষা হয়। তাতে দেখা যায় তিনি করোনা পজিটিভ। তিনি টুইটারে আরও লিখেছেন, গত এক সপ্তাহে যারা আমার সংস্পর্শে এসেছেন, সবাই দয়া করে সেলফ আইসোলেসনে থাকুন এবং করোনা পরীক্ষা করুণ। ভারতের সাবেক এই প্রেসিডেন্টের বর্তমান বয়স ৮৪ বছর। কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। এদিকে প্রণব মুখার্জি ছাড়াও এর আগে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনা আক্রান্ত হয়েছেন। তিনি এখনো হাসপাতালেই আছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সিপিআইএম-এর বর্ষীয়ান পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। তবে ড. ফুয়াদ হালিম সুস্থ হয়ে উঠলেও প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী। এছাড়াও আক্রান্ত হয়েছে দেশটির আরও বহু রাজনীতিবিদ।
×