ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে মধুমতি বিলরুট ক্যানেলের পানি বিপদসীমা স্পর্শ করেছে

প্রকাশিত: ১৬:১১, ৬ আগস্ট ২০২০

গোপালগঞ্জে মধুমতি বিলরুট ক্যানেলের পানি বিপদসীমা স্পর্শ করেছে

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জের মধুমতি বিলরুট ক্যানেলের হরিদাসপুর পয়েন্টে বন্যার পানি বিপদসীমা স্পর্শ করেছে। নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সদর উপজেলার মানিকদাহ ও জালালাবাদ এলাকায় মধুমতি নদীতে ভা্ঙ্গন শরু হয়েছে। গ্রামাঞ্চলে যোগাযোগের ছোট ছোট বহু সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বহু পরিবার আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন। বৃহষ্পতিবার দুপুরে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, গোপালগঞ্জ সদর, কাশিয়ানী, মুকসুদপুর ও কোটালীপাড়া উপজেলায় প্রায় ৪ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ইতোমধ্যে ৫ শ’ ৬টি পরিবার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ ও উঁচু সড়কে আশ্রয় নিয়েছে। ছোট-বড় সহস্রাধিক মৎস্য-ঘেরসহ শাক-সবজি ও তরিতরকারির ক্ষেত পানিতে ডুবে গেছে। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানিয়েছেন, মধুমতি নদীর পানি বিপদসীমার ৩৮ সে.মি. নীচ দিয়ে প্রবাহিত হলেও মধুমতি বিলরুট ক্যানেলের হরিদাসপুর পয়েন্টে বন্যার পানি বিপদসীমা স্পর্শ করেছে। ইতিমধ্যে মধুমতি নদীর বিভিন্ন স্থানে ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙ্গন প্রতিরোধে ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানিয়েছেন, বন্যাদুর্গতদের সাহায্যের জন্য এ পর্যন্ত ৩ শ’ মেট্রিক টন চাউল ও সাড়ে ৮ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে দেড়শ’ মেট্রিক টন চাউল এবং শিশু-খাদ্য, গো-খাদ্য ও শুকনো খাবারের জন্য ৬ লক্ষ ৯০ হাজার টাকা বন্যাদুর্গতদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যার বর্তমান পরিস্থিতিতে দুর্গতদের জন্য আরও বরাদ্দ চাওয়া হয়েছে।
×