ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহের মধ্যে বন্যার পানি কমবে

প্রকাশিত: ২২:২২, ৫ আগস্ট ২০২০

এক সপ্তাহের মধ্যে বন্যার পানি কমবে

স্টাফ রিপোর্টার ॥ বন্যা পরিস্থিতি উন্নতির কোন সুখবর নেই। ৪০ দিন ধরে বন্যায় ভাসছে দেশের বিভিন্ন এলাকা। দীর্ঘ স্থায়ীত্বের পরে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতির কোন আভাস নেই। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে পানি কমা শুরু হতে পারে। বর্তমানে কোথাও বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে আবার কোথাও কোথাও উন্নতি হতে শুরু করেছে। তবে এরই মধ্যে আবারও ভারি বৃষ্টিপাতের আভাস দিেেয়ছে আবহাওয়া অফিস। আবারও বৃষ্টিপাত বাড়লে বন্যা পরিস্থিতি আর স্থায়ী হয়ে পড়তে পারে। প্রতিষ্ঠানটি জানায় কোথাও কোথাও বন্যা পরিস্থিতির উন্নতি হলে এখনও অধিকাংশ নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে বইছে। পদ্মা যমুনাসহ ১৭ নদীর পানি ২৭ সমতল স্টেশনের এখন বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে টানা এক মাসের বেশি সময় ধরে পানি বন্দী থেকে মানুষের দুর্ভোগের যেন অন্ত নেই। এক মাসের বেশি সময় পানি বন্দী হয়েছে স্বাভাবিক জীবনের নিশ্চয়তাও যেন হারিয়ে ফেলেছে তারা। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ বালাই। স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী পরিচালক ডাঃ আয়শা আক্তার জানান, ৩০ জুন থেকে ৩ অগাস্ট পর্যন্ত উপদ্রুত এলাকায় ডায়রিয়া, চর্মরোগ, চোখের প্রদাহ ও শ্বাসনালীর প্রদাহসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৩২ জন। দুর্গত এলাকায় বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ডায়রিয়া রোগী। পানি কমতে থাকার পাশাপাশি গরমে রোগীর সংখ্যা আরও বাড়বে আগামীতে। এরইমধ্যে ৭ হাজার ৯৭৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও পানিতে ডুবে, ডায়রিয়ায়, সাপের কামড়ে ও বজ্রপাতে ১৩৫ জনের মৃত্যুর তথ্য নিয়ন্ত্রণ কক্ষে নথিভুক্ত হয়েছে। এরমধ্যে পানিতে ডুবে মারা গেছে ১০৮ জন। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে দেশের কোথাও-কোথাও বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশের ১০১টি পর্যবেক্ষণাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১৮টি। এর মধ্যে বৃদ্ধি ২৬টি এবং হ্রাস ৭২টির, বিপদসীমার উপরে নদ-নদীর সংখ্যা ১৭টি, বিপদসীমার উপরে স্টেশনের সংখ্যা ২৭টি এবং অপরিবর্তিত ৩টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
×