ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবারের ঈদে স্বর্ণলতাকে ঘিরে প্রত্যাশা...

প্রকাশিত: ০০:৪৯, ৩১ জুলাই ২০২০

এবারের ঈদে স্বর্ণলতাকে ঘিরে প্রত্যাশা...

স্টাফ রিপোর্টার ॥ এবারের ঈদেও স্বর্ণলতা নতুনদের মধ্যে আলোচনায় আছেন। কারণ আগামী ঈদে বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত ভাল ভাল গল্পের নাটকে অভিনয় করেছেন। ঈদে স্বর্ণলতাকে দেখা যাবে প্রীতি দত্তের ‘বেদনার লকডাউন’, ‘ডেইজ আফটার ব্রেকআপ’, মাসুদ সেজানের ‘ চরিত্র : প্রেমিক’, আবু হায়াত মাহমুদের ‘ক্রিস্টালের রাজহাঁস’, সঞ্জয় সমাদ্দারের ‘দ্য প্যাসন’, ‘আপনার ছেলে কী করে’, বিশ^জিৎ দত্তের ‘ভেজ নন ভেজ’, শামীম জামানের ‘পাবলিক ফিগার’,‘ সোহেল রানার ‘মগামতি’, নবীউল্যাহ মির্জার ‘আইএলটিএস’, সঞ্জয় বড়ুয়ার ‘বিকেলটা সুন্দর’। নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, এবার ঈদের কাজগুলো বরাবরের থেকে একটু ভিন্ন ছিল। নাটকগুলোতে আমার চরিত্রগুলোর মধ্যে দর্শক অনেক ভিন্নতা পাবে। আমি চেষ্টা করেছি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে। সব নাটকের মধ্যে আমি চারটি নাটক নিয়ে বেশি আশাবাদী। এর মধ্যে বেদনার লকডাউন, দ্য প্যাসন (পলিটিক্স), ক্রিস্টালের রাজহাঁস এবং সাত পর্বের ধারাবাহিক চরিত্র : প্রেমিক নিয়ে বেশি আশাবাদী। কারণ নাটকগুলো সমসাময়িক প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত। এছাড়া অন্যান্য কাজও খুব ভাল হয়েছে। আশা করছি, দর্শক খুব ভাল কিছু কাজ এবার পাবে। স্বর্ণলতার প্রথম নাটক ছিল ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’। তার অভিনীত প্রথম একক নাটক ছিল শামীম জামান পরিচালিত ‘হবু বৌ’। পরবর্তীতে মিজানুর রহমান আরিয়ানের টেলিফিল্ম ‘তুমি আমারই’তে অভিনয় করে আলোচনায় চলে আসেন তিনি। বিকাশ, ওয়ালটনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে প্রশংসিত হয়েছেন। বাংলাভিশনসহ বেশ কয়েকটি টিভিতে এবং স্টেজ শো’তে উপস্থাপনা করেও প্রশংসা কুড়িয়েছেন।
×