ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১১২ ॥ মৃত্যু ১

প্রকাশিত: ২২:৪৪, ৩১ জুলাই ২০২০

চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ১১২ ॥ মৃত্যু ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বৃহস্পতিবার পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ১১২ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৫ জন। চট্টগ্রামে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ২১৩। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চব্বিশ ঘণ্টায় ৭২৪ নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে চবি ল্যাবে ৯৪ নমুনা পরীক্ষায় ২০ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। বিআইটিআইডিতে ২০৪ নমুনা পরীক্ষায় ২৭, চমেক ল্যাবে ১৯৩ পরীক্ষায় ২৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে সিভাসু ল্যাবে ৩৮ নমুনা পরীক্ষায় কারও করোনা সংক্রমণের তথ্য মেলেনি। এছাড়া বেসরকারী শেভরন ক্লিনিক্যাল ল্যাবে ৭৪ করোন পরীক্ষায় ২০, ইম্পেরিয়াল হসপিটাল ল্যাবে ১৫৯ পরীক্ষায় ১৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। তথ্যানুসন্ধানে দেখা যায়, করোনা আক্রান্তের সংখ্যা ইতিপূর্বেকার তুলনায় ক্রমাগতভাবে হ্রাস পাচ্ছে। এর পাশাপাশি ল্যাবে নমুনা পরীক্ষাও কম হচ্ছে। অধিকাংশ রোগী নিজ নিজ উদ্যোগে চিকিৎসা নিচ্ছেন। যাদের শারীরিক অবস্থা ব্যাপকভাবে দুর্বল হয়ে বিভিন্ন উপসর্গ নিয়ে কাতর হচ্ছেন তারাই সরকারী বেসরকারী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এদিকে, সরকারী নির্দেশনা অনুযায়ী মাস্ক পরিধানের তৎপরতা বাড়লেও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার কোন বালাই নেই। বর্তমানে পবিত্র কোরবানির পশু বেচাকেনার হাটগুলোর প্রত্যেকটিতে পুলিশের কেন্দ্র থাকার পরও বিষয়টি নিশ্চিত করার কোন সুযোগ নেই।
×