ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৫ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

সংক্রমণ বাড়ায় দানাংয়ের সব ফ্লাইট স্থগিত করেছে ভিয়েতনাম

প্রকাশিত: ১২:২০, ২৮ জুলাই ২০২০

সংক্রমণ বাড়ায় দানাংয়ের সব ফ্লাইট স্থগিত করেছে ভিয়েতনাম

অনলাইন ডেস্ক ॥ প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের অন্তত ১৪টি ঘটনা শনাক্ত হওয়ার পর ভিয়েতনামের পর্যটন শহর দানাং কেন্দ্রীক সব ফ্লাইট ১৫ দিনের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে দানাংয়ের একটি হাসপাতালের সঙ্গে যুক্ত আরও ১১ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হওয়ার পর মঙ্গলবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায় দেশটির সরকার। মঙ্গলবার থেকে দানাং কেন্দ্রীক সব বাস ও ট্রেন সার্ভিসও স্থগিত করা হয়েছে। এর আগে শনিবার কর্তৃপক্ষ তিন মাসেরও বেশি সময় পর স্থানীয় সংক্রমণের প্রথম ঘটনা নিশ্চিত করেছিল। এরপরই সংক্রমণ রোধে দেশটি ফের উচ্চ সতর্কাবস্থায় চলে যায়। তারপর রোববার আরও তিন জনের দেহে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়ে। এর সবগুলো ঘটনাই দানাং ও এর আশপাশে ঘটেছে। কর্তৃপক্ষ রোববার থেকে ফের শহরটিতে সামাজিক দূরত্ব বিধি চালু করে। ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দানংয়ের সংক্রমিতদের মধ্যে দুই জনের অবস্থা সঙ্কটজনক। সাড়ে নয় কোটি লোকের দেশ ভিয়েতনাম বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ যেখানে কোভিড-১৯ এ কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কঠোর কেন্দ্রীয় কোয়ারেন্টিন ব্যবস্থাপনা এবং আগ্রাসী ও ব্যাপক শনাক্তকরণ পরীক্ষার মাধ্যমে ভিয়েতনাম করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এ পর্যন্ত ৪৩১ জনে সীমাবদ্ধ রাখতে পেরেছে। তিন মাসেরও বেশি সময় ধরে স্থানীয় সংক্রমণের ঘটনাও ঠেকিয়ে রাখতে সক্ষম হয়েছে। বিদেশি পর্যটকদের জন্য দেশটির দরজা বন্ধ থাকলেও সম্প্রতি স্থানীয় ভ্রমণকারীদের সংখ্যা বেড়ে গিয়েছিল। ডিসকাউন্ট ফ্লাইট ও স্থানীয় রিজোর্টগুলোর হলিডে প্যাকেজের সুবিধা নিতে ভ্রমণে ঝুঁকেছিল তারা। সোমবার দেশটির সরকার জানিয়েছিল, ৮০ হাজার লোককে (যাদের অধিকাংশই পর্যটক) সরিয়ে নিতে সহায়তা করতে দানাং ও ভিয়েতনামের অপর ১১টি শহরের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট উল্লেখযোগ্য সংখ্যায় বাড়াতে ভিয়েতনামের সিভিল অ্যাভিয়েশন অথরিটিকে (সিএএভি) অনুরোধ করেছিল তারা। “এ ধরনের সব ফ্লাইট বাতিল করা হয়েছে,” মঙ্গলবার ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সিএএভি-র উপপরিচালক ভো হুই কুয়ং। “দানাংয়ে আটকা পড়া পর্যটকদের সরিয়ে নিতে গতকাল আমরা ৯০টি ফ্লাইট পরিচালনা করেছি কিন্তু রোববারই অধিকাংশ পর্যটক শহরটি ছেড়ে গেছেন, তাদের অধিকাংশই বাস ও ট্রেনযোগে নিকটবর্তী প্রদেশগুলোতে চলে গেছেন,” বলেছেন কুয়ং।
monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

রাজধানীতে স্কুল শিক্ষিকার আত্মহত্যা
যুক্তরাষ্ট্রে টর্নেডোর ভয়াবহ আঘাতে নিহত ৭
রাশিয়াকে অস্ত্র দেয়নি চীন: বাইডেন
ইউক্রেনকে ৪ টি যুদ্ধবিমান দিল স্লোভাকিয়া
মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা জারি
তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ডুবে নিখোঁজ ৩৪
ভারতকে হারিয়েছে বাংলাদেশ
রমজানে বিএনপির কর্মসূচি ঘোষণা
ক্যানসার ফাউন্ডেশন চালু করলেন সাকিব
প্রথম দিনেই জমে উঠেছিলো রাজধানীর ইফতার বাজার
পুনরায় দূতাবাস চালু করছে সৌদি ও সিরিয়া
সিরিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১১
রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর স্থগিত
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা
বিএনপির আভ্যন্তরীণ রাজনীতিতে ফখরুলদের মতপ্রকাশের স্বাধীনতা নেই :ওবায়দুল কাদের
লোকসভার সাংসদ পদ হারালেন রাহুল গান্ধী
এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় ৮৪ মামলা
রাজধানীতে মাদকসহ গ্রেপ্তার ৭৪
বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে, নিহত ২
ইন্টারপোলের রেড নোটিসের তালিকায় আরাভ খান