ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘এই মন জোছনায়’ মুগ্ধতা ছড়ালেন লিজা...

প্রকাশিত: ২০:০৯, ২৫ জুলাই ২০২০

‘এই মন জোছনায়’ মুগ্ধতা ছড়ালেন লিজা...

স্টাফ রিপোর্টার ॥ কিছু কালজয়ী গানের রেশ দশকের পর দশক শ্রোতাদের মধ্যে রেখে দেবার জন্য প্রজন্ম থেকে প্রজন্মের শিল্পীরা সেসব কালজয়ী গান নিজেদের কণ্ঠে তুলে ধরেন। বাংলাদেশে স্যালন মিউজিক লাউঞ্জর ইউটিউব চ্যানেলে নিয়মিত সেসব কালজয়ী গান এই প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তুলে তা প্রকাশ করা হচ্ছে। তবে স্যালন মিউজিক লাউঞ্জের যেসব গান প্রকাশিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিজা’র কণ্ঠে চিত্রা সিং-এর গাওয়া ‘দুটি মন আর নেই দু’জনার’ গানটি। এই গানে লিজার কণ্ঠের মাধুর্যতা এবং তার গায়কী সবাইকে মুগ্ধ করেছে দারুণভাবে। তবে ইউটিউব চ্যানেলটিতে গত ১৫ জুলাই প্রকাশিত লিজার কণ্ঠে কালজয়ী নতুন আরেকটি গানও যেন শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবার লিজার কণ্ঠে শ্রোতারা শুনতে পাচ্ছেন গৌরী প্রসন্ন মজুমদারের লেখা ও নচিকেতা ঘোষের সুর সঙ্গীতে আরতি মুখার্জির গাওয়া ‘এই মন জোছনায়’ গানটি শুনছেন। এরই মধ্যে গানটি মাত্র কয়েকদিনে ১ লাখ ৮৫ হাজার ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি যারাই শুনছেন তারাই লিজার কণ্ঠ এবং গানটিতে তার গায়কীর প্রশংসা করছেন। অনেকেই বলছেন লিজাকে এই গানে নতুন করে পাওয়া গেছে। বিশেষত গানটি গাওয়ার ক্ষেত্রে নানা সময়ে শব্দগুলোর থ্রোয়িং এক কথায় যথাযথ এবং অসাধারণ হয়েছে। যে কারণে লিজার কণ্ঠে গানটি শুনতে ভীষণ ভাল লাগছে সবার। আর ‘এই মনে জোছনায়’ গান দিয়েই নতুন করে মুগ্ধতা ছড়াচ্ছেন লিজা। লিজা বলেন,‘ গানটি প্রকাশের প্রথম দিন থেকেই একটু একটু করে সাড়া পাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন বেশ সাড়া পাচ্ছি ঠিক তেমনি পরিচিত জনরাও বেশ প্রশংসা করছেন। আমার নিজেরও অনেক প্রিয় একটি গান এটি। আমি সবসময়ের মতোই কৃতজ্ঞতা প্রকাশ করছি পার্থ স্যারের কাছে। তিনিই মূলত গান নির্বাচন করে দেন বলেই গান গাইতে ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি। তিনি বুঝেন কার কণ্ঠে কোন গানটি বেশি ভাল মানাবে। দর্শকের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমার গান শুনেন, আমাকে অনুপ্রাণিত করেন। দর্শকের ভালবাসাতেই আমি আজকের লিজা।’ করোনার এই ক্রান্তিকালে এখনও লিজা নতুন কোন শুটিং-এ অংশ নেননি। রাজধানীতে নিজ বাসাতেই নিরাপদে অবস্থান করছেন তিনি। লিজার কণ্ঠে অন্যতম জনপ্রিয় গান হচ্ছে ‘পাগলী সুরাইয়া’। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর সঙ্গীত করেছেন আরিফিন রুমী। লিজার নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘লিজা’তেও নতুন নতুন গান প্রকাশিত হয়। গত ১৮ জুন তার চ্যানেলে রবিউল ইসলাম জীবনের লেখা ও বেলাল খানের সুরে মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে ‘যাবি কতো দূরে’ গানটির অডিও ভার্সন প্রকাশিত হয়। এই গানটিও শ্রোতাদের মন ছুঁয়ে গেছে।
×