ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ক্যাসিনো কাণ্ডে দায়েরকৃত মামলার চার্জশীট দাখিল

প্রকাশিত: ২৩:৩৭, ২৪ জুলাই ২০২০

রাজধানীতে ক্যাসিনো কাণ্ডে দায়েরকৃত মামলার চার্জশীট দাখিল

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মতিঝিলে ওয়ান্ডারার্স ক্লাবে জুয়ার বড় আসর হিসেবে পরিচিত ক্যাসিনো কা-ে দায়েরকৃত মামলার চার্জশীট দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বহুল আলোচিত ক্যাসিনো ব্রাদার্স এনামুল হক এনু ও রুপন ভূঁইয়া এবং ক্লাবটির সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়েছে। ক্যাসিনোর সঙ্গে আর কারও জড়িত থাকার তথ্য প্রমাণ মেলেনি। সিআইডি সূত্রে জানা গেছে, বুধবার র‌্যাবের তরফ থেকে দায়ের করা চারটি অর্থ পাচার মামলার চার্জশীট দাখিল করা হয় ঢাকা মহানগর হাকিম আদালতে। তদন্তে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনো খেলে অবৈধ অর্থ উপার্জন করে তা পাচারের উদ্দেশে গোপন রাখার অভিযোগ প্রমাণিত হয়েছে এনু ও তার ভাই রুপনের বিরুদ্ধে। ক্লাবটিতে ক্যাসিনো খেলার সুযোগ করে দিয়ে বাড়তি সুবিধা হিসেবে অর্থ হাতিয়ে নেয়ার সঙ্গে ক্লাবের সাধারণ সম্পাদক জয় গোপাল সরকারের সম্পৃক্ততার তথ্য মিলেছে। ঢাকার ওয়ারী ও গে-ারিয়ায় একটি করে ২টি আর সূত্রাপুরে দুইটি মোট চারটি মামলা দায়ের করা হয়েছিল। চার মামলায় মোট আসামি ৫১ জন। তবে আসামির প্রকৃত সংখ্যা ১৮ জন। এই ১৮ জনের অধিকাংশই এশাধিক মামলার আসামি। এজন্য আসামির সংখ্যা বাড়লেও ব্যক্তি বাড়েনি। চার্জশীটে আসামিদের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ পাচারের উদ্দেশে নিজেদের কাছে রেখেছিল বলে অভিযোগ আনা হয়েছে। আসামিরা জব্দ করা অর্থের কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। চার মামলায় পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত নগদ টাকা উপার্জনের কথা উল্লেখ করা হয়েছে। গত বছরের ২৪ সেপ্টেম্বর এনু ও রুপনের পুরান ঢাকার বানিয়ানগরের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে পাঁচ কোটি টাকা এবং সাড়ে সাত কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। গত বছরের ১৩ জানুয়ারি কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয় ক্যাসিনো ব্রাদার্সদের।
×