ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম পরিদর্শনে মিলার- আতিক

প্রকাশিত: ২২:৫৮, ২৪ জুলাই ২০২০

যুক্তরাষ্ট্রের সহায়তা কার্যক্রম পরিদর্শনে মিলার- আতিক

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র সরকারের ৭ মিলিয়ন ডলার কার্যক্রমের আওতায় রাজধানীর কল্যাণপুর ও সাততলা বস্তি এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বৃহস্পতিবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। খবর বাংলানিউজের। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে নতুন এক কার্যক্রমের আওতায় কল্যাণপুর বস্তির খাদ্য সহায়তা গ্রহণকারী পরিবারগুলোর সঙ্গে সাক্ষাত ও মতবিনিময় করেন আর্ল মিলার। এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামকে সঙ্গে নিয়ে মিলার বস্তির খাদ্য সহায়তা গ্রহণকারী পরিবারগুলোর খাদ্যঝুড়ি প্রস্তুতের কাজ পরিদর্শন করেন। কল্যাণপুর ও মহাখালীর সাততলা বস্তি এলাকায় গৃহীত কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত বিশ্ব খাদ্য কর্মসূচীর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রিচার্ড রেইগ্যান ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহও এ সময় তাদের সঙ্গে ছিলেন। এ কার্যক্রমের আওতায় নগদ অর্থ প্রদানের মাধ্যমে এসব এলাকার ৫০ হাজার মানুষকে খাদ্য ও মৌলিক চাহিদা পূরণে সহায়তা দেয়াসহ করোনায় অসুস্থ সদস্যদের কারণে সঙ্গনিরোধে থাকা পরিবারগুলোর মধ্যে খাদ্যঝুড়ি বিতরণ করা হবে।
×