ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

পঞ্চগড়ের বোদা উপজেলায় মডেল বানানোর কথা বলে নারীকে ধর্ষন, আটক ২

প্রকাশিত: ১৯:৫০, ১৬ জুলাই ২০২০

পঞ্চগড়ের বোদা উপজেলায় মডেল বানানোর কথা বলে নারীকে ধর্ষন, আটক ২

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের বোদা উপজেলায় ২৮ বছর বয়সী এক নারীকে মডেল বানানোর কথা বলে ধর্ষনের অভিযোগে সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণের সহায়তা করার অভিযোগে লাকি বেগম (৪৬) নামে এক নারীসহ ২ জনকে আটক করেছে পুলিশ। গতরাতে ওই নারীসহ ২জনকে আটক করেছে বোদা থানা পুলিশ। আটক সাজ্জাদ হোসেন মিলন বোদা পৌর এলাকার রফিকুল ইসলামের ছেলে ও লাকী বেগম ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী। পুলিশ জানায়, বোদা পৌর এলাকার রফিকুল ইসলাসের ছেলে সাজ্জাদ হোসেন মিলন বিভিন্ন মিউজিক ভিডিও এডিটর হিসাবে কাজ করতেন বলে জানা যায়। এদিকে পাবনার জেলার ভাংগুরা থানার পাথরঘাটা এলাকা থেকে ওই নারীকে বিভিন্ন মিউজিক ভিডিওতে মডেলিং এর কথা বলে সাজ্জাদ হোসেন মিলনের সাথে ওই নারীর মডেলিং করার চুক্তি হয়। পরে মিলন ওই নারীকে বোদায় আসতে বললে তার কথামতো ওই নারী গত ১৪ জুলাই (মঙ্গলবার) বোদা উপজেলায় বাস যোগে আসে। পরে তাকে আটক লাকীর বাড়িতে রেখে কয়েকজন জোরপূর্বক ভাবে ধর্ষন করে বলে ভিকটিম অভিযোগ করে। পরে ওই নারী বোদা থানায় গত ১৫ জুলাই (বুধবার) রাতে মিলন ওই নারীসহ ৩ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত কয়েক জনের নামে মামলা দায়ের করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী মিলন ও লাকিকে আটক করে থানায় নিয়ে যায়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সায়েম মিয় জানান,ওই নারী থানায় মামলা দায়ের করলে রাতে মামলার প্রধান আসামী মিলন সহ ২ জনকে আটক করা হয়েছে এবং বৃহস্পতিবার (১৬ জুলাই) তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
×