ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কালিহাতীতে শাহজাহান সিরাজের দুইটি জানাজা অনুষ্ঠিত

প্রকাশিত: ১৮:০৪, ১৫ জুলাই ২০২০

কালিহাতীতে শাহজাহান সিরাজের দুইটি জানাজা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল ॥ স্বাধীনতার ইশতেহার পাঠক, টাঙ্গাইলের কালিহাতীতে চার দলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহজাহান সিরাজের দুইটি জানাজার নামাজ আজ বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজার নামাজে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা অংশ নেন। জানাজার নামাজের আগে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এর আগে দুপুর ১২টায় কালিহাতী উপজেলার এলেঙ্গা শামছুল হক কলেজ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এলেঙ্গা ও কালিহাতীতে অনুষ্ঠিত দুইটি জানাজায় স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত মানুষ মহান মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন। জানাজায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় বিএনপির সদস্য লুৎফর রহমান মতিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম রফিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী পৌরসভার মেয়র আলী আকবর জব্বার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শোভা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মজনু মিয়াসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
×