ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নিষেধাজ্ঞার মূল্য দিতে হবে ॥ ব্রিটেনকে উত্তর কোরিয়া

প্রকাশিত: ১২:০৫, ১২ জুলাই ২০২০

নিষেধাজ্ঞার মূল্য দিতে হবে ॥ ব্রিটেনকে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক ॥ উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর কোরিয়া ও ব্রিটেনের সম্পর্ক। উত্তর কোরিয়ার দুটি নিরাপত্তা প্রতিষ্ঠানের উপর ব্রিটেনের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। এর জন্য ব্রিটেনকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সম্প্রতি স্টেট সিকিউরিটি ব্যুরো ৭ মন্ত্রণালয় ও পিপল’স সিকিউরিটি কারেকশনাল ব্যুরো মন্ত্রণালয় নামের দুটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ করে ব্রিটেন। তাদের বিরুদ্ধে উত্তর কোরিয়ান বন্দিশিবিরে বন্দিদের বাধ্যতামূলক শ্রম, অত্যাচার ও হত্যার মতো অভিযোগ রয়েছে। একই সঙ্গে নতুন বৈশ্বিক মানবাধিকার লঙ্ঘন নীতি অনুযায়ী ২৫ রাশিয়ান ও ২০ সৌদিকে নিষিদ্ধ করেছে ব্রিটেন।
×