ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস ॥ যুক্তরাষ্ট্রে একদিনে ৬৫ হাজারের বেশি শনাক্ত

প্রকাশিত: ১১:৪১, ১০ জুলাই ২০২০

করোনা ভাইরাস ॥ যুক্তরাষ্ট্রে একদিনে ৬৫ হাজারের বেশি শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের সংক্রমণে নতুন নতুন রেকর্ড হচ্ছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। দেশটির জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এ তথ্য জানিয়েছে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমণে সারা বিশ্বে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৩২ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছে মোট ১ লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। ৯ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার দেশটি বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি টেস্ট করছে। তাই বেশি রোগী ধরা পড়ছে। কম টেস্ট করালে কম রোগী ধরা পড়তো। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রথম সারির চিকিৎসক অ্যান্থনি ফাউসি বলেছেন, প্রথম দফায় করোনা সামাল দেওয়ার পর কিছু অঙ্গরাজ্য তাড়াহুড়ো করেই সবকিছু স্বাভাবিক করে দিয়েছিল।
×