ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নড়াইলে করোনা উপসর্গে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রকাশিত: ১৮:২৬, ৭ জুলাই ২০২০

নড়াইলে করোনা উপসর্গে এক পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ পিটিসি খুলনার আরআই (চলতি দায়িত্বে) কর্মরত সশস্ত্র ইন্সপেক্টর মোশাররফ হোসেন করোনা উপসর্গে নড়াইলের লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের নিজ বাড়িতে মারা গেছেন। নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জুলাই রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই রাতেই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গ ও টাইফয়েড রোগে ভুগছিলেন। গত ১জুলাই খুলনায় করোনার নমুনা দেয়া হলেও এখনো রিপোর্ট পাওয়া যায়নি বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি অসুস্থ হলে ছুটি নিয়ে লোহাগড়া উপজেলার পারশালনগর গ্রামের নিজ বাড়িতে আসেন এবং বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। এদিকে নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৯ জন, লোহাগড়া উপজেলায় ১৭ জন এবং কালিয়া উপজেলায় ৩জনের করোনা শনাক্ত হয়েছে। তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত ২১ জন পুলিশ সদস্য ও ১০ জন চিকিৎসকসহ সর্বমোট ৩০৫জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ চিকিৎসকসহ ৮৭জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ৭জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ১২ জন হাসপাতালে এবং অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ আছেন।
×