ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় ছাত্রদের ডেকে কোচিং ক্লাস চালুর অভিযোগ

প্রকাশিত: ২২:২১, ৭ জুলাই ২০২০

পটিয়ায় ছাত্রদের ডেকে কোচিং ক্লাস চালুর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ৬ জুলাই ॥ সরকারী নির্দেশ অমান্য করে চট্টগ্রামের পটিয়ায় স্কুলের ছাত্রদের ডেকে পুনরায় কোচিং ক্লাস চালু করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে পটিয়া পৌর সদরের ঐতিহ্যবাহী এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহদাত হোসেন কোচিং ক্লাস চালু করেন। কোন ছাত্রের ছিল না মাক্স ও পিপিই। স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার থেকে মতামত না নিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোচিং ক্লাস চালু করেন। অথচ পটিয়া উপজেলাতে প্রতিদিন করোনা রোগী দফায় দফায় শনাক্ত হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ভাইরাস মোকাবেলা করতে প্রতিদিন তৎপর রয়েছেন। কোন ছাত্র করোনায় আক্রান্ত হলে ছাত্র ও অভিভাবকরা সরকারকে দোষারোপ করবে। যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর পটিয়া এএস রাহাত আলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। প্রাচীন এই স্কুলে ষষ্ঠ থেকে ১০ শ্রেণী পর্যন্ত বর্তমানে প্রায় ২ হাজার ৫শ’ ছাত্র রয়েছে। করোনাকালীন স্কুলের অভ্যন্তরে কোচিং বন্ধসহ স্কুলের নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে বর্তমানে গোপনে কোচিং ক্লাস চালু করেছে। কোচিং ক্লাসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ভাইরাল হয়।
×