ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভ্যাটের সনদ প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে হবে

প্রকাশিত: ১৯:০৯, ৬ জুলাই ২০২০

ভ্যাটের সনদ প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখতে হবে

অনলাইন রিপোর্টার ॥ ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের সনদ ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ। নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠানের দৃশ্যমান কোনো স্থানে এই সনদ রাখতে হবে। সম্প্রতি নতুন করে এ নির্দেশনা দেয়া হয়েছে। তবে নতুনভাবে এ বিষয়টি নিয়ে নির্দেশনাকে নেতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। ব্যবসা প্রতিষ্ঠানগুলো তা সঠিকভাবে রাখছে কি না, তা তদারকিতে প্রত্যেক ভ্যাট কমিশনারেটকে সম্প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। ১৬ জুলাইয়ের মধ্যে এ নিয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানাতে বলা হয়েছে। এ বিষয়ে চিঠিও পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাট সনদ দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখছে না, যা আইনত জরিমানা আরোপযোগ্য অপরাধ। মাঠপর্যায়ের দপ্তরগুলোও আইনের বিধানটি নিশ্চিত করতে পারছেন না। তাই মাঠপর্যায়ে তদারকির নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রুহুল আমিন সাংবাদিকদের বলেন, ‘এই করোনার সময়ে এমনিতেই ব্যবসা-বাণিজ্যে মন্দা। এমন অবস্থায় ভ্যাট কর্মকর্তারা যদি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্যাটের সনদ দেখতে আসেন, তাহলে তা ব্যবসায়ীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়তে পারে।’ পুরোনো ভ্যাট আইনেই ব্যবসা প্রতিষ্ঠানে সনদ ঝুলিয়ে রাখার বিষয়টি ছিল। গত বছরের জুন থেকে চালু হওয়া নতুন আইনেও তা রাখা হয়। কিন্তু নতুন আইনে এভাবে সনদ রাখার বিষয়টি অনেক ব্যবসায়ী জানেন না। অনেকে ভ্যাট সনদ নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শন করেন না। তাই নতুন করে বিষয়টি মনে করিয়ে দেওয়া হলো। সনদ না রাখলে ১০ হাজার টাকার জরিমানার বিধানও আছে।
×