ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ করোনায় আক্রান্ত

প্রকাশিত: ১১:১২, ৬ জুলাই ২০২০

নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নীলফামারী জেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মিউনিসিপালিটি অ্যাসোসিয়েশনের (ম্যাব) সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ করোনা আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে তার গাড়ী চালক রিপনও করোনা পজিটিভ হয়। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বলেন নতুন করে এ নিয়ে আরও ৫ জন করোনা পজিটিভ হলো। সুত্র মতে নীলফামারী জেলায় সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা হলো ৪১২ জন। এর মধ্যে জেলা সদরে ১৪১ জন, জলঢাকা উপজেলায় ৭৯ জন, সৈয়দপুর উপজেলায় ৬৪ জন, ডিমলা উপজেলায় ৫২ জন, ডোমার উপজেলায় ৪২ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৪ জন রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ২৯৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ১ নারীসহ ৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৯৬ জন। করোনা আক্রান্ত পৌর মেয়র জেলা শহরের থানাপাড়া নিজ বাসভবনের আইসোলেশনে চিকিৎসকের পরামর্শে রয়েছেন এবং সুস্থ আছেন। মেয়রের সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান করোনা কালিন শুরু থেকে পৌর এলাকার এক প্রাপ্ত থেকে অন্য প্রান্তে ছুটে গেছে সামাজিক দুরত্ব বজায় রাখা স্বাস্থ্য বিধি মেনে চলা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কার্যক্রম পরিচালনায়। এ ছাড়া মশা নিধনে নিজহাতে ফগার মেশিন, জীবনুনাশক স্প্রে, লিফলেট বিতরণ, পৌর শহরের বিভিন্ন স্থানে হাত ধোয়ার বেসিন ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে সালিশ বৈঠক পরিচালনা করছেন। এছাড়া গত ৩০ জুন তিনি নীলফামারী পৌরসভার ২০২০-২০২১ ইং অর্থবছরের বাজেট ঘোষণার মাধ্যমে তার ৩২তম ওই বাজেট ঘোষণা করেন। পাশাপশি সরকারের বরাদ্দকৃত ত্রাণ, শুকনো খাবার, শিশু খাদ্য এবং পৌরসভার পক্ষে লকডাউনে থাকা পরিবারগুলিকে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সর্বশেষ তিনি ৩ জুলাই অসুস্থবোধ করতে থাকে। মেয়র বলেন চিকিৎসকের পরামর্শে নিজ বাড়িতে আইসোলেশনের আছেন এবং সুস্থ বোধ করছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
×