ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মায়াদ্বীপে বৃক্ষরোপণ

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ জুন ২০২০

মায়াদ্বীপে বৃক্ষরোপণ

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ, ২৭ জুন ॥ সোনারগাঁয়ে চারদিকে মেঘনা নদীবেষ্টিত চরাঞ্চল নুনেরটেক (মায়াদ্বীপ) এলাকার পরিবেশ রক্ষায় ৭ শতাধিক ফলদ ,ঔষধি ও বনজ গাছ রোপণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম । শনিবার দিনব্যাপী ইউএনও’র উদ্যোগে সোনারগাঁয়ের ২৬টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেন। জানা যায়, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক (মায়াদ্বীপ) এলাকায় বালুখেকোরা নদী থেকে বালু উত্তোলনের ফলে মায়াদ্বীপের শত শত বিঘা ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে পরিবেশের ভারসাম্য হারিয়ে যাচ্ছে। এ অবস্থায় মায়াদ্বীপের পরিবেশ রক্ষায় ইউএনও এগিয়ে এসে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন।
×