ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাতক্ষীরায় ৪০ টন গম ॥ আটক চার

প্রকাশিত: ২৩:৩৩, ২৮ জুন ২০২০

সাতক্ষীরায় ৪০ টন গম ॥ আটক চার

স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী (কাবিখা) প্রকল্পের কাজ না করে পাচারের সময় ৪০ মেট্রিক টন (৬৫৫ বস্তা) সরকারী গম জব্দ করা হয়েছে। সাতক্ষীরা ডিবি পুলিশের অভিযানে শহরের বাঁকাল চেকপোস্ট ও পাটকেলঘাটার একটি গোডাউনে বৃহস্পতিবার রাত থেকে অভিযান চালিয়ে শুক্রবার রাত পর্যন্ত এসব গম জব্দ করা হয়। আটক গমের মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, কালিগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তার কাজ করার জন্য এই গম বরাদ্দ দেয়া হয়। অভিযোগ, কাজ না করেই বরাদ্দকৃত গম পাচারের সময় কালিগঞ্জ খাদ্য গুদাম থেকে সাতক্ষীরা আনার পথে শহরের বাঁকাল এলাকা থেকে এক ট্রাক এবং পাটকেলঘাটার একটি গোডাউন থেকে আরও এক ট্রাকসহ গম জব্দ করা হয়। আর এ সব সরকারী গম ক্রয় করেন পাটকেলঘাটার মুকুন্দ ফ্লাওয়ার এ্যান্ড ডাউল মিলের মালিক গোবিন্দ সাধু। এদিকে সরকারী গম পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ কালিগঞ্জের তারালি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেন্বর শহিদুল ইসলাম, আব্দুল খালেক ঘরামি, লিয়াকত আলী ও আব্দুল গনিকে আটক করেছে।
×